মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মাইলস্টোন কলেজে তারুণ্যের উৎসব

  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
মাইলস্টোন কলেজে তারুণ্যের উৎসব
মাইলস্টোন কলেজে তারুণ্যের উৎসব

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এমন স্স্নোগানকে সামনে রেখে একই সময় উৎসব অনুষ্ঠিত হয় উত্তরার গরিব-ই-নেওয়াজ এভিনিউতে অবস্থিত মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাস এবং ডিয়াবাড়িতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে। ২৬ জানুয়ারি, দিনের প্রথমভাগে আনন্দমুখর পরিবেশে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান, উম্মে সালমা রউফ, ইফতেখার হোসেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উৎসব পরিদর্শন করেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। উদ্দীপনায় মুখরিত তারুণ্যের উৎসবে ছাত্রছাত্রীদের প্রতিটি স্টল ধারণ করেছে আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির পুনর্জাগরণের কথা।

আয়োজন সম্পর্কে কথা বলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি জানান, আমরা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যার প্রধান স্তম্ভ হবে তারুণ্যের অপার সম্ভাবনাময় শক্তি। আজকের উৎসব সেই ভবিষ্যৎ উপলব্দির জন্য, একদিন তরুণরা যা বাস্তবায়ন করে দেখাতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে