জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রকে ভালো অবস্থানে নিতে দুর্নীতি-দুঃশাসনমুক্ত দেশ গড়তে হবে। ভবিষ্যতে এমন সরকার হবে যারা গ্রাম থেকে পার্লামেন্ট সব জায়গায় দুর্নীতিমুক্ত থাকবে।
সোমবার দুপুরে ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের নিজকালিকাপুর এলাকায় বলস্নামুখা বাঁধ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে তিনি পরশুরাম পৌর শহরে পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'বলস্নামুখার সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। বাঁধের ভাঙন অংশটা নোম্যান্সল্যান্ডে। তাদের ভাঙ্গার কারণে
আমার দেশের মানুষ ক্ষতির শিকার হয়েছে। এ ব্যাপারে তাদের সাথেও আলোচনা করতে হবে। আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাক। নদীতে স্স্নাব দেয়া হলেও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ হয়নি। তার মানে দুর্নীতি হয়েছে।'
দেশে মানুষের সম্মান-নিরাপত্তা কোনোটিই নেই জানিয়ে ডা. শফিকুর আরো বলেন, 'আলস্নাহ তায়ালার কোরআনের ভিত্তিতে কেবল এটা সম্ভব। কোরআনের আইন বাস্তবায়ন হলে দল-মত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ সুবিচার পাবে। বৈষম্য থাকবেনা। সমাজ থেকে অশান্তি দূর হবে। এদেশের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করবে।'
তিনি বলেন, 'গত বর্ষা মৌসুমে একটি দুর্ঘটনা ঘটে গেল। ভারতীয় পানির চাপে বাঁধ ভেঙে যায়, অথবা বাঁধ ভেঙে দেয়। সত্যিকার অর্থে এটি একটি লঙ্কাকান্ড। লাখ লাখ মানুষ অসহায় হয়ে গেছে। গবাদিপশু, ফসলের ক্ষতি হয়। ঘর-দুয়ার ভেঙে যায়, তৈষজপত্র নষ্ট হয়। বিছানা-বালিশ কিছুই রক্ষা করতে পারেনি। আমরা এর পরেরদিনই ঘুরে ঘুরে ফেনী দেখতে এসেছি। মনের কষ্ট নিয়ে যতটুকু পেরেছি, মনের কষ্ট নিয়ে হেঁটে হেঁটে মানুষকে সান্ত্বনা দিয়েছি।'
এ সময় ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান ছাড়াও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মোহাম্মদ মাছুম ও কুমিলস্না জেলা আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দীন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, সাবেক জেলা আমির এ কে এম সামছুদ্দীন, নায়েবে আমির আবু ইউসুফ, সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, পরশুরাম উপজেলা আমির আবদুল হালিম, সেক্রেটারি মাঈনুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ডা. শফিকুর রহমান উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে সহায়সম্বলহীন অসহায় নারীকে জামায়াতের পক্ষ থেকে দেওয়া ঘর উদ্বোধন করেন।
সকালে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকায় বন্যায় ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মিতুল চন্দ্র দাস, মনোয়ারা বেগম ও মো: মানিককে নতুন ঘর উপহার দেন। পরশুরাম যাওয়ার পথে পথিমধ্যে ফুলগাজী উপজেলার আনন্দপুরে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইসতিয়াক অহামেদ শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি।
জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান জানান, দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই-আগস্ট বিপস্নবে শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন তিনি। বিকালে দাগনভূঞা উপজেলার পথসভায় বক্তব্য দেন।