সফলভাবে সমাপ্ত হলো ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক 'টয়লেট কনফারেন্স ২০২৫'। বিশ্বব্যাপী জরুরি পয়ঃনিষ্কাশন চ্যালেঞ্জ মোকাবিলা এবং উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী এবং গবেষকবৃন্দ একত্রিত হয় এই সম্মেলনে।
সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন, এর মধ্যে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান; স্'ানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নগর উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব জনাব এএইচএম কামরুজ্জামান; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জি. তুষার মোহন সাধু খান; গেটস ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. রোশন রাজ শ্রেষ্ঠ; এসএনভি'র গেস্নাবাল ওয়াটার সেক্টরের প্রধান মিজ অ্যান্টয়েনেট কোমে; টয়লেট কনফারেন্স ২০২৫-এর প্রোগ্রাম কমিটির চেয়ার এবং ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি'র ইন্সটিটিউট ফর সাসটেইনেবল ফিউচার্স-এর অধ্যাপক জুলিয়েট উইলেটস এবং ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম। এছাড়া সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরাও উপস্'িত ছিলেন।
শেষ দিনে মায়া ইগারশি-উডের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্'াপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানভীর আহমেদ এবং ইউনিসেফ সাউথ এশিয়া রিজিওনাল অফিসের প্রোগ্রাম স্পেশালিস্ট কেশব দাস, তারা 'লিঙ্গ সমতা, প্রতিবন্ধী এবং সামাজিক অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীল পয়ঃনিষ্কাশন' বিষয়ে আলোকপাত করেন। ইশরাত শবনমের সঞ্চালনায় ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা জ্যাক সিম জুয়েক ওয়াহ এবং গেটস ফাউন্ডেশনের উপ-পরিচালক রোশন রাজ শ্রেষ্ঠ 'বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং উদ্ভাবনী প্রযুক্তি' নিয়ে আলোচনা করেন। কারিগরি অধিবেশনগুলোতে ছিল সরকারি ও বেসরকারি সংস্'ার প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ।
গেস্নাবাল সাউথের সরকারি প্রতিনিধিদের জন্য একটি গুরুত্বপূর্ণ পস্ন্যাটফর্ম তৈরি করেছে এই সম্মেলন, যেখানে তারা বৈশ্বিক দর্শকদের সাথে পয়ঃনিষ্কাশন সংক্রান্ত সর্বোত্তম অনুশীলন, নীতি উদ্দেশ্য এবং উন্নয়ন কৌশল ভাগ করে নেন। সম্মেলনে বৃহত্তর উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে পয়ঃনিষ্কাশনকে একীভূত করার গুরুত্বের ওপর জোর দেয়া হয়, যেন বিভিন্ন দেশ স্যানিটেশন খাতে অগ্রগতি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়। আইটিএন-বুয়েট, এসএনভি, ইউনিসেফ এবং ওয়াটারএইড-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত 'টয়লেট কনফারেন্স ২০২৫'-এর সহযোগিতায় ছিল গেটস ফাউন্ডেশন, কিম্বার্লি-ক্লার্ক, নেদারল্যান্ডস রাজ্য, সুইডেন এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পয়ঃনিষ্কাশন সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা, সমাধানের পথ দেখানো, ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন-এর আধুনিক পদ্ধতি প্রদর্শন করা, অংশীদারিত্ব গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পয়ঃনিষ্কাশন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। বিজ্ঞপ্তি