বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সাথে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির সমঝতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি (গত সোমবার) আয়োজিত অনুষ্ঠানে বাউয়েটের পক্ষ থেকে সমঝতা চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার লেঃ কর্ণেল কে এফ এ সোহেল (অবঃ) এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে টেকনিক্যাল সার্ভিসের বিভাগীয় প্রধান ফকরুদ্দিন মোহাম্মদ খান।
এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে টেকসই নির্মাণ উপকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সহযোগিতামূলক গবেষণা পরিচালনা, বিশেষ করে কংক্রিটে চিনিকলের বর্জ্যের ব্যবহার সংক্রান্ত গবেষণায়, শিক্ষার্থীদের ইন্টার্ণশিপ প্রোগ্রামে সহযোগিতা এবং নিয়মিত সেমিনার আয়োজন করা।
এছাড়া লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে 'স্থায়িত্ব এবং সিমেন্ট উৎপাদন প্রক্রিয়ায় অবদান' শীর্ষক সেমিনারে কোম্পানির পক্ষ থেকে বক্তব্য রাখেন ফকরুদ্দিন মোহাম্মদ খান। পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ জাকির হোসেন খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ)। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁ্ঞা, অন্যান্য বিভাগের প্রধানগণ, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মৃদুল কুরি দীপ্ত, মোঃ ফারুক হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ (নর্থ বেঙ্গল রিজিয়ন), মোঃ রুবেল হক রনি, টেরিটোরি সেলস্ ম্যানেজার প্রমূখ। বিজ্ঞপ্তি