রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সাবেক সিনিয়র সচিব জিয়াউল চট্টগ্রামে গ্রেপ্তার

চট্টগ্রাম বু্যরো
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
সাবেক সিনিয়র সচিব জিয়াউল চট্টগ্রামে গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজের এক চিকিৎসকের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসক এন এম জিয়াউল আলমের স্ত্রীর বড় ভাই। তিনি ওই বাসায় সম্প্রতি থাকছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, 'সিআইডির তথ্যের ভিত্তিতে সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি বলেন, 'এনআইডি তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে হওয়া মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তাই তারা আসামিকে বুধবার বিকেলে ঢাকায় নিয়ে গেছে।' প্রসঙ্গত, গত বছরের ৮ অক্টোবর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। সাইবার নিরাপত্তা আইনে করা ওই মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকেও আসামি করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে