মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ হচ্ছে আগামীকাল 

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৫:১৩
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ হচ্ছে আগামীকাল 
ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে।

আগামীকাল সোমবার (৫ মে) সন্ধ্যায় ফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম।

তিনি জানান, “ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। আমরা চেষ্টা করছি যেন আগামীকালের মধ্যেই তা প্রকাশ করা যায়। আজ রাতেই একটি প্রাথমিক মিটিং হবে, আর আগামীকাল দুপুর তিনটায় উপাচার্যগণের সঙ্গে চূড়ান্ত মিটিং অনুষ্ঠিত হবে। ওই মিটিংয়ের পরই ফলাফল প্রকাশ করা হবে।”

এর আগে গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সি ইউনিটের ফলাফল গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টার পর ফল প্রকাশ করা হয়। এবারের গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ থেকে, যা চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন দুই লাখ ৩৭ হাজার ৮৪০ ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এক লাখ ৪২ হাজার ৭১৪ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে