দেশের উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা যোগ করে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর খিলগাঁও ৭৫নং ওয়ার্ডে গড়ে উঠেছে সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভুঁইয়া ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু ও লায়ন মীর আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল আমিন মেল্লা।
এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভাগীয় কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন বাংলাদেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব ভালো নয়, আমি প্রকাশ্যে বলতে পারি অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভালো ভাবে চলছে না, কিন্তু তার মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে।
তিনি আরোও বলেন, ১১৬টি বিশ্ববিদ্যালয় মধ্যে ৫০টি বিশ্ববিদ্যালয় ধাক্কিয়ে ধাক্কিয়ে চলছে কিন্তু আমি বলতে পারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় অন্তত সেই অবস্থানে নেই।
অনুষ্ঠানে বক্তারা আরোও বলেন, একটি স্থায়ী ক্যাম্পাস মানে শুধু একটি ভবন নয়, এটি হলো স্বপ্নপূরণের স্থান। যেখানে শিক্ষার্থীরা কেবল ডিগ্রি নয়, বরং মূল্যবোধ, নেতৃত্ব, গবেষণা ও সৃজনশীলতা অর্জন করে জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে।
সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিয়মিত একাডেমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি এবং প্রশাসনের সুচারু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।