শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক

কারাগার দুর্নীতিমুক্ত করতে হচ্ছে শক্তিশালী গোয়েন্দা ইউনিট

যাযাদি রিপোর্ট
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
কারাগার দুর্নীতিমুক্ত করতে হচ্ছে শক্তিশালী গোয়েন্দা ইউনিট
সৈয়দ মো. মোতাহের হোসেন

দুর্নীতি রোধে কঠোর নজরদারি রয়েছে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেছেন, গত ৩ মাসে শুধু কেরানীগঞ্জ কারাগারেই ২৭৫টি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, মোবাইল ফোন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কারাগারকে দুর্নীতিমুক্ত করতে কারা গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। কারা অধিদফতরে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে গত সাত মাসে ১২ জনকে চাকরিচু্যত, ৬ জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত, ২৭০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এসব কথা জানিয়ে বলেন, 'নানা অনিয়ম, আর্থিক লেনদেনসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা ও কর্মচারীদের কোনো ছাড় দেওয়া হচ্ছে

না। অতি দ্রম্নততার সঙ্গে তাদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে।'

কারাগার সংস্কারে নেওয়া উদ্যোগ তুলে ধরে কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, 'কারা প্রশাসনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নানা সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উলেস্নখযোগ্য- বন্দিদের সুবিধা নিশ্চিতকরণ, আর্থিক লেনদেন ছাড়া বন্দিদের খাবার ও অন্যান্য সুবিধা নিশ্চিতের জন্য কঠোর নির্দেশনা জারি। কারাগারে মাদক ও মোবাইল প্রবেশ বন্ধে নিয়মিত ঝটিকা অভিযান। বন্দিদের সাক্ষাৎকারে ভোগান্তি কমাতে ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট চালু। হটলাইন চালু করে বন্দি সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ। বন্দিদের নিরাপত্তায় বডি ক্যাম ও আরএফআইডি প্রযুক্তির ব্যবহার।'

কারা প্রশাসনের শুদ্ধি অভিযানের ফলে কিছু অসাধু চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কারাগারের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে বলে অভিযোগ করেন আইজি প্রিজন। তিনি বলেন, 'বিগত ১৫ বছরের সুবিধাভোগীরা তাদের স্বার্থ রক্ষায় প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু কারা অধিদফতর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, 'গঠনমূলক সমালোচনা আমাদের সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে সাহায্য করবে।'

সংবাদ সম্মেলনে কারা উপ-মহাপরিদর্শক (ঢাকা) জাহাঙ্গীর কবীর, কারা উপ-মহাপরিদর্শক (সদর দপ্তর) মনির আহমেদ, সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে