পটুয়াখালীর কলাপাড়ায় ইউটিউব-ফেসবুক সেলিব্রেটি নুরুজ্জামান কাফির বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। তারা হলেন- আমতলী সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের মো. নসা হাওলাদারের ছেলে মো. শাহাদাৎ হাওলাদার (২২) ও কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মো. হিরন মোলস্নার ছেলে মো. মাহফুজ মোলস্না (২১)।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১২ ফেব্রম্নয়ারি গভীর রাতে কাফির পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে ওই সেলিব্রেটির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা দ্রম্নত বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান।