সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঋত্বিকবাণী

সাহেদ মুশতার
  ১০ মে ২০২৪, ০০:০০
ঋত্বিকবাণী

যদি আয়নার প্রলেপ খুলে যায়,

যদি ক্ষত হৃদয়ে জমে পান্ডুর মেঘ,

1

তখনো খোলা থাকে অনুগ্রহের দরজা;

হে অন্ধ, চিমনীকে আরও স্ফটিক করো,

প্রত্যয়ের শিখাকে করো আরও সুউচ্চ।

যখন তীব্র দহনে কণ্ঠ মুমূর্ষু হয়,

চারিদিক শুধু দিগম্বর হাহাকার,

তখনো প্রশংসিত সত্তায় নিমগ্ন হও,

হে ধৈর্যশীল, নীরবতা আহ্বান করো,

তপ্ত উনুনে আত্মাকে পরিশুদ্ধ করো।

যদি ক্লান্তির দীর্ঘশ্বাসে আড়ষ্ট হয় পথ,

এবং প্রশস্ত কপাল কুঞ্চিত হয়-

তখনো সৌভাগ্যের প্রতি বিশ্বস্ত হও,

হে বিদগ্ধ, দাহকালের মঙ্গল ডালা থেকে

তুলে নাও সাফল্যের ঐশ্বর্যবান পালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে