প্রজাপতি দেখার পর আমার শরীর
মিশে গেল তার রঙে, রঙ নিয়ে গেল সর্বশূন্যতায়
আমার বুক নেই, চোখ নেই, হৃদয় নেই
হাত নেই, পা নেই, আমার কোনো দুপুর নেই
সকালগুলোও নেই
শূন্যতা আসে ভেসে বেড়ানোর মতো করে, হয়তো বা
ভেসে বেড়ানো মানে এক ধরনের বিপন্নতা
বিপন্নতা মানে এক ধরনের পরাজয়
পরাজয় ধরে উঠে আসি আবার সর্বশূন্যতায়
আমি ও প্রজাপতি, শরীর ও রয় বারবার মিশে যায়