সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সুসংবাদ

মেহেদী ইকবাল
  ১৪ জুন ২০২৪, ০০:০০
সুসংবাদ

দিনের শুরুটা জানালা খুলে

জানালার বাইরে আলো এবং আকাশ

1

রোদ গিলে খায় আকাশের যত তারা

পাখিরা উড়তে পছন্দ করে আর গাইতে গান

পাতার আনন্দ দেখি আর তাদের বেড়ে ওঠা

ছাদের টবে কী দারুণ ঝুলছে দেখি কয়েকটি আম!

দিনের শুরুটা জানালা খুলে

উড়ে যাওয়া ছোট একটা পাখিকে সুপ্রভাত

মনখারাপের আছে জানি কারণ অজস্র

তাই বলে প্রতিদিন করব মনখারাপ!

হাওয়ার সাথে ঐ তো যাচ্ছে উড়ে নদী

বেঁচে আছি, এটাই তো সবেেচয়ে বড় সুসংবাদ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে