রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রমজানের আলো

আজিজুর রহমান টাইগার
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
রমজানের আলো

মাহে রমজানের সুবহে সাদিকের আলোয়,

হৃদয়ে জ্বলে তাকওয়ার অনির্বাণ শিখা।

সিয়ামের পরশে মেলে আত্মার পরশ,

ক্ষুধা-তৃষ্ণায় বাঁধে ভালোবাসার দহিকা।

সাহরির নীরবতা ভাঙে আঁধারের যবনিকা,

মিষ্টি খেজুরে ইফতারে ছড়ায় স্বর্গীয় সুবাস।

কান্না-হাসির মিশেলে গাঁথে উম্মাহর বন্ধন,

তারাবির সুরে ভরে মসজিদের আকাশ।

কোরআনের আয়াত ঝরে সন্ধ্যার তারার মতো,

রোজাদারের চোখে জাগে নাজাতের স্বপ্নরেখা।

মাগফিরাতের বারিধারায় ধুয়ে যায় সব অহংকার,

নফসের যুদ্ধে জয়ী হয় আত্মার পবিত্র লেখা।

শবেকদরের রাত এসে দেয় রহমতের আহ্বান,

প্রার্থনার নত চোখ খোঁজে মাওলার সান্নিধ্য।

রমজানের এই মাহফিল শেষ হলেও রেখে যায়,

হৃদয়ের মিহরাবে এক অনির্বাণ নূরের প্রদীপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে