রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শৈশব চুরি হয়ে যায়

ইমরান মাহফুজ
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
শৈশব চুরি হয়ে যায়

পাতাঝরার দিনে 'ছাতিমতলায়' লুকোচুরি ভাবনায়

দেবতার কার্নিশে প্রেম, অপ্রেমে বাসাবাঁধে চড়ুইপাখি

নতমুখী জীবনে পাখির পিছু দ্বিমনদিশায় একলা হাঁটি।

একদা ঘাসফুলের মতো মিলেমিশে কাটতো দিনমান

বৃষ্টিতে ভিজতো না শরীর। বাতিল চেয়ারে আধাশোয়া রাত

উদাসীন ভাবনায় আড়মোড়া ভেঙে সুর তুলি করিডোরে-

তাড়া খেয়ে জোছনায় ভাসে- অভিমানি গোসলের দৃশ্য!

ভুবনমোহিনী ভোরের চিবুক। কাকচক্ষু যমুনার দৃষ্টি-

মৃতু্যবিলাস নগরীতে আমার কেবল শৈশব চুরি হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে