বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পর্তুগালের প্রথম পদক

ক্রীড়া ডেস্ক
  ৩১ জুলাই ২০২১, ০০:০০
পর্তুগালের প্রথম পদক
ক্যানসারজয়ী পর্তুগালের জুডোকার জর্জ ফনসেকা -ওয়েবসাইট

২০১৫ সালে যখন ক্যানসারে আক্রান্ত হন, এক পর্যায়ে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন জর্জ ফনসেকা। ২০১৬ রিও অলিম্পিকে খেলার জন্য ডাবল সেশন কেমোথেরাপি দিয়েছিলেন তিনি। অবশেষে সাফল্য পেয়েছেন পরের অলিম্পিকে। এ জুডোকারের হাত ধরেই চলতি অলিম্পিকে প্রথম পদক পেয়েছে পর্তুগাল। রিও অলিম্পিকে খেললেও ক্যানসারের যন্ত্রণা থেকে ফনসেকার মুক্তি মেলেনি। দীর্ঘ চিকিৎসার পর ক্যানসারকে হার মানিয়েই জুডোর ম্যাটে ফিরেছেন তিনি। এরপর মিলেছে কাঙ্ক্ষিত সাফল্য।

টোকিও অলিম্পিকের মঞ্চে উড়িয়েছেন নিজের দেশের পতাকা। বৃহস্পতিবার টোকিও অলিম্পিকে জুডোতে ছেলেদের মাইনাস ১০০ কেজি ওজন শ্রেণির লড়াইয়ে ব্রোঞ্জ জেতেন ২৮ বছর বয়সি ফনসেকা। তার হাত ধরে এবারের অলিম্পিকে প্রথম পদক পেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। জুডোতে অবশ্য জাপানের আধিপত্য চলছেই। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন স্বাগতিক দেশের উলফ অ্যারন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে