বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আইচ-নাঈমুরে বিধ্বস্ত আফগানিস্তান

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আইচ-নাঈমুরে বিধ্বস্ত আফগানিস্তান
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত সেঞ্চুরি পাওয়া আইচ মোলস্নাহ ও ৫ উইকেট নেওয়া নাঈমুর রহমান -ওয়েবসাইট

বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগার যুবারা। তবে তার আগে বিপর্যস্ত শুরুতে পথ হারানো বাংলাদেশের যুবারা পড়েছিল অল্প রানে আটকে যাওয়ার শংকায়। চারে নেমে দলের বিপদে ত্রাতা হন সহ-অধিনায়ক আইচ মোলস্নাহ। দারুণ এক সেঞ্চুরিতে দলকে পাইয়ে দেন লড়াইয়ের পুঁজি। পরে নাঈমুর রহমানের স্পিনে বিধ্বস্ত হয়ে যায় আফগানিস্তান। টানা তিন জয়ে (৩-০ ) দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে স্বাগতিকদের ২২২ রানের জবাবে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে জিতেই সিরিজ নিশ্চিত হয়ে যায় মেহরাব হোসেনের দলের। বাংলাদেশকে জেতাতে ব্যাট হাতে সেঞ্চুরি করে অবদান আইচের। বল হাতে ১৭ রানে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা নাঈমুরের।

সকালে টস জিতে ব্যাট করতে গিয়ে ৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর মফিজুল ইসলামকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন আইচ। ৬১ রানের জুটির পর বিদায় নেন ২৭ করা মফিজুল।

আইচ এক পাশে রান বাড়াতে থাকলেও অধিনায়ক মেহরাব হোসেন, তাহজিবুল ইসলামরা থিতু হয়েও টানতে পারেননি ইনিংস। তবু ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশের ইনিংস। ছয়ে নামা আব্দুলস্নাহ আল মামুন অবশ্য শেষের দিকে খেলেছেন জুতসই। তাকে পাশে নিয়েই সেঞ্চুরি করেন আইচ। ১৩০ বলে ৮ চার, চার ছক্কায় ১০৮ রানে আইচ থামেন ৪৯তম ওভারে। মামুন অপরাজিত ৩২ করে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি।

ভঙ্গুর ব্যাটিং নিয়ে ২২৩ তাড়া করতে যাওয়া আফগরা বাংলাদেশের বোলিংয়ে একদমই তাল পায়নি। দুই ওপেনের মন্থর শুরুর পর আরিফুল ইসলামের স্পিনে খালিদ হাসানের দারুণ ক্যাচে আসে প্রথম উইকেট। ৩৯ বলে ৯ করে ফেরেন শাবনুম বিনুরি।

খানিকপর আরেক ওপেনার সুলেমান সাফিকেও তুলে নেন আরিফুল। আফগানদের মিডল অর্ডারে বিলস্নাল সায়ীদি- ইজাজ আহমেদরা থিঁতু হয়েছিলেন। কিন্তু রান তাড়ায় তাদের অ্যাপ্রোচ ছিল বেশ নেতিবাচক। কোনোভাবেই ম্যাচ জেতার মতো ইতিবাচক আভাস দিতে পারছিলেন না। বিলস্নাল ২২, ইজাজ করেন ২১, জাহিউদ্দিন সালিমি থামেন ১৩ রানে। এদের সবাইকেই ছাঁটেন বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান। ধুঁকে ধুঁকে তিন অঙ্ক ছাড়িয়েই থামে আফগানদের দৌড়।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি ওয়ানডে আগামী ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর দুই দলের একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে