দেশের ফুটবলের পাইপলাইন তৈরির অন্যতম মঞ্চ পাইওনিয়র ফুটবল লিগ। এবারের আসর (২০২১-২২) শুরু হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা জেলার মোট ৬০টি দল অংশগ্রহণ করবে এবারের লিগে।
ঢাকা জেলার অন্তর্ভুক্ত যেই ক্লাব ও সংস্থাগুলো লিগে অংশগ্রহণ করতে আগ্রহী তাদের নির্ধারিত ফরমে বাফুফে বরাবর আবেদন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে। যেসব ক্লাব পূর্বে এই লিগে অংশ নিয়েছে তাদের প্রয়োজনীয় কাগজের সঙ্গে তিন হাজার টাকা এবং নতুন ক্লাবগুলোকে ১০ হাজার টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে বাফুফে সচিবালয়ের হিসাব শাখায় জমা দিয়ে এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd