সত্যিকার অর্থে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। শুরু থেকে দারুণ গতিতে এগিয়ে যাওয়ায় করিম বেনজেমাকে সেভাবে চ?্যালেঞ্জ জানাতে পারেননি কেউই। দুর্দান্ত মৌসুম কাটানো ফরাসি এই স্ট্রাইকারই পেলেন লা লিগায় সর্বোচ্চ গোলের পুরস্কার 'পিচিচি ট্রফি।'
রিয়াল মাদ্রিদের শিরোপা পুনরুদ্ধারে সবচেয়ে বড় ভূমিকা রাখা বেনজেমা ৩২ ম?্যাচে করেন ২৭ গোল। সদ?্য সমাপ্ত লা লিগার ২০২১-২২ মৌসুমে ২০ গোল নেই আর কারেও। সেল্তা ভিগোর ইয়াগো আসপাস ১৮ গোল করে আছেন দুই নম্বরে। রিয়ালের ভিনিসিউস জুনিয়র ও এস্পানিওলের রাউল দে তমাস করেছেন ১৭টি করে গোল। ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এই প্রথম পিচিচি ট্রফি জিতলেন বেনজেমা। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলদাতার পথে এগিয়ে আছেন। রিয়ালকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে করেছেন ১৫ গোল।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd