বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতের জন্য এক সপ্তাহ অপেক্ষা করবে সাফ

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০

দরজায় কড়া নাড়ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) দুটি টুর্নামেন্ট। আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ও ৫ থেকে ১৪ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে ফিফা কর্তৃক নিষিদ্ধ হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে টুর্নামেন্ট দুটি খেলতে পারবে না দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে শক্তিশালী দেশটি। তবে ভারতের জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে চাইছে সাফ। বুধবার সভা শেষে এমনটাই জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

বুধবার ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটির সভা। আগে থেকে নির্ধারিত ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেছেন সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এ সভায় বিশেষে আলোচনা হয়েছে ফিফা কর্তৃক ভারত নিষিদ্ধ হওয়ার বিষয়টি। ভারতকে রেখেই সাফ হবে, নাকি অন্য কিছু? এ নিয়ে সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে এক সপ্তাহ অপেক্ষা করার। সভা শেষে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, 'সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা ভারতের জন্য অপেক্ষা করব। আমরা আপাতত ভারতের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আগামী সোমবার তাদের পরবর্তী কার্যক্রম নিয়ে আদালতে শুনানি হবে। এ ছাড়া তাদের সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে উদ্যোগী হয়েছে। এখন কয়েক দিন দেখি কী হয়। এর মধ্যে যদি ফিফা থেকে কোনো আপডেট হয়, তাহলে তো কথা নেই। আর যদি এভাবেই থাকে, তাহলে ভারতকে রেখেই আমাদের টুর্নামেন্ট আয়োজন করতে হবে।'

যদি ভারতকে রেখেই টুর্নামেন্ট করতে হয় তাহলে কি নতুন করে গ্রম্নপিং ও ফিকশ্চার হবে? আনোয়ারুল হক হেলাল বলেছেন, 'মেয়েদের টুর্নামেন্টে দল আছে ৭টি। ভারত না থাকলে হবে ৬টি। যে কারণে গ্রম্নপিং বদলাবে না। শুধু ভারতকে বাদ দিয়ে ফিকশ্চার ঠিক করতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে