শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষ বলের রোমাঞ্চে জিতল মাশরাফির সিলেট

ক্রীড়া ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার বরিশালের বিপক্ষে দলকে প্রেরণ জোগাচ্ছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা -ওয়েবসাইট

খেলা সুপার ওভারে নিতে ফরচুন বরিশালের শেষ দুই বলে দরকার ছিল দুই ছক্কার, রেজাউর রহমান রাজার বলে এক ছক্কা মারার পর শেষ বলে বাউন্ডারি আনতে পারলেন মোহাম্মদ ওয়াসিম। এবারের বিপিএলের পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে গেল মাশরাফি বিন মর্তুজার সিলেট স্টাইকার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মাত্র ২ রানে হেরেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর ৬৬ বলে ৮৯ রানের ইনিংসে ১৭৩ রানের পুঁজি পায় সিলেট। শেষ বল পর্যন্ত উত্তাপ ছড়িয়ে বরিশাল থামে ১৭১ রানে। খেলার শুরুতেই দ্রম্নত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট স্টাইকার্স। প্রবল চাপে দলকে শেষ পর্যন্ত টেনে নেন শান্ত। পরে রান তাড়ায় সাইফ হাসান, সাকিবদের ঝড়ো ব্যাটিংয়ের পরও ভুল সময়ে উইকেট হারিয়ে শেষ ওভারে গিয়ে আর সমীকরণ মেলাতে পারেনি বরিশাল। টুর্নামেন্টে প্রথম ম্যাচে সিলেটের কাছে হেরে শুরু করেছিল বরিশাল। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে ফের সিলেটের কাছে এসেই ধাক্কা খেল তারা।

বিপিএলের নবম আসরের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই, লড়াইটা শীর্ষ দুই তারকা মাশরাফি আর সাকিবও। যেমন হওয়ার কথা ছিল তেমনই হলো। কেউ কাউকে ছাড়ল না শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে সাকিবের ফরচুন বরিশালের দরকার ছিল ১৫ রান। দুর্দান্ত বোলিং করা রেজাউর রহমান রাজার হাতে বল তুলে দেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি।

রাজা প্রথম ডেলিভারিটি দেন ওয়াইড। পরের বলে আউট করেন মারমুখী ইফতিখার আহমেদকে। দ্বিতীয় বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের দারুণ থ্রোতে রানআউট মেহেদি হাসান মিরাজ। তৃতীয় বলে রাজা দেন এক রান। শেষ তিন বলে দরকার লাগে ১৩। চতুর্থ বলে ডট দেন রাজা। পঞ্চম বলে মোহাম্মদ ওয়াসিম ছক্কা হাঁকালে ফের টান টান উত্তেজনা। ছক্কা হলে ম্যাচ টাই। তবে রাজার শেষ ডেলিভারি পেছনের বাউন্ডারিতে চার হলেও শেষ হাসি হাসে সিলেটই। মিরপুর শেরেবাংলায় রুদ্ধশ্বাস এই লড়াই ২ রানে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পোক্ত করেছে মাশরাফির সিলেট। এখন তাদের পয়েন্ট ১২, দুইয়ে থাকা সাকিবের বরিশালের ১০।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৭৩/৫ (শান্ত ৮৯*, জাকির ০, হৃদয় ৪, মুশফিক ০, মুরস ৪০, পেরেরা ২১, ইমাদ ৫ (আহত অবসর), তানজিম ০*; খালেদ ০/২৯, ওয়াসিম ৩/৩৪, জানাত ০/২৮, মিরাজ ০/১৫, ইফতিথার ০/১১-০, সাকিব ১/১১, কামরুল ১/৩১, মাহমুদউলস্নাহ ০/১০)

ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৭১/৮ (সাইফ ৩১, ইব্রাহিম ৪২, এনামুল ৩, সাকিব ২৯, ইফতিখার ১৭, জানাত ২১, মাহমুদউলস্নাহ ৭, মিরাজ ৭, ওয়াসিম ১০*, কামরুল ১*; ইমাদ ০/১৩, মাশরাফি ০/৪২, আমির ২/২৪-২, তানজিম ২/৪০, রাজা ৩/৪১-৩, পেরেরা ০/১০)

ফল : সিলেট স্ট্রাইকার্স ২ রানে জয়ী।

ম্যাচসেরা : নাজমুল হোসেন শান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে