শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

কোপা আমেরিকার পরবর্তী আসর যুক্তরাষ্ট্রে

ম ক্রীড়া ডেস্ক

নিজ মহাদেশের বাইরে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। ২০২৪ সালে প্রতিযোগিতাটি বসবে কনকাকাফ অঞ্চলের দেশ যুক্তরাষ্ট্রে। কনমেবল ও কনকাকাফ ফেডারেশন শুক্রবার বিষয়টি জানিয়েছে।

ল্যাটিন আমেরিকার শীর্ষ এই প্রতিযোগিতার পরের আসরে ভিন্নতা থাকবে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকাতেও। টুর্নামেন্টে কনকাকাফ (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান) অঞ্চল থেকে ছয়টি আমন্ত্রিত দলও অংশ নেবে। আর এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এর আগে হয়েছিল ২০১৬ সালে, সেবারও ছয়টি কনকাকাফ দেশ অংশগ্রহণ করেছিল।

এছাড়া কনকাকাফ অঞ্চলের ২০২৪ সালের উইমেন'স গোল্ড কাপে আমন্ত্রণ জানানো হবে দক্ষিণ আমেরিকার চারটি দেশকে। এটিও হবে যুক্তরাষ্ট্রে। কনমেবল ও কনকাকাফ ২০২৪ সালে দুই মহাদেশের চারটি ক্লাব নিয়ে একটি টুর্নামেন্টের পরিকল্পনাও ঘোষণা করেছে।

উরুগুয়ের চার ফুটবলার নিষিদ্ধ

ম ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের ম্যাচে রেফারির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেয়েছেন উরুগুয়ের চার ফুটবলার। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ও ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসকে চার ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা। ডিফেন্ডার দিয়েগো গদিন ও স্ট্রাইকার এদিনসন কাভানির নিষেধাজ্ঞা এক ম্যাচ করে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা শুক্রবার বিবৃতি দিয়ে এসব শাস্তির কথা জানায়।

গত ২ ডিসেম্বর ঘানার বিপক্ষে উরুগুয়ের ২-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। দুই গোলের লিড নিয়ে শেষ ষোলোয় এক পা দিয়ে রেখেছিল দুইবারের চ্যাম্পিয়নরা। একই সময়ে 'এইচ' গ্রম্নপের আরেক ম্যাচে যোগ করা সময়ের গোলে পর্তুগালকে ২-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। দুই দলের পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলে একটি গোল বেশি করার সুবাদে উরুগুয়েকে পেছনে ফেলে কোরিয়া পায় নকআউটের টিকিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে