বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ভারত ঝড়ে বিধ্বস্ত ভুটান

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ মার্চ ২০২৩, ০০:০০
ভারত ঝড়ে বিধ্বস্ত ভুটান

সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটান যেনো অন্য দলগুলোর গোলগড় বাড়িয়ে নেওয়ার অন্যতম প্রতিপক্ষ। দুর্বল দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে প্রতিটি দলই করেছে গোল-উৎসব। রোববারও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিধর ভারতকে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত ৯-০ গোলে বিধ্বস্ত করেছে ভুটানকে।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে ৮-১ গোলে হারে ভুটান। এরপর তারা নেপালের কাছে হারে ৫-০ গোলের ব্যবধানে। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল ইউরোপের দল রাশিয়া। ওই ম্যাচে তারা হজম করেছে ৯টি গোল শোধ করেছে একটি। নিজেদের শেষ ম্যাচটি ভুটান খেলেছে ভারতের বিপক্ষে। এই ম্যাচেও বড় হার নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের। ভারতের সিলজী শাহজী একাই করেন পাঁচটি গোল। এ ছাড়া সিভানী দেবী দুটি এবং মিনাকা ও থইবিশানা চানু একটি করে গোল করেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে বয়সভিত্তিক সাফের এই আসরে। পাঁচটি দল প্রত্যেকে খেলবে চারটি করে ম্যাচ। গ্রম্নপে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। তাই প্রতিটি দলের জন্যই অন্য দলের ম্যাচের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশও ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে। আগামীকাল নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে স্বাগতিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে