শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মাজিয়াকে হারাতে আত্মবিশ্বাসী কিংস

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মাজিয়াকে হারাতে আত্মবিশ্বাসী কিংস

মালদ্বীপের রাজধানী মালেতে এএফসি কাপে আজ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস খেলবে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। 'ডি' গ্রপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে। বসুন্ধরার কোচ অস্কার ব্রম্নজন আত্মবিশ্বাসী নিজেদের প্রথম ম্যাচটিই জয় দিয়ে শুরু করতে।

ম্যাচ খেলতে রোববার মালদ্বীপে পৌঁছায় বসুন্ধরা কিংস। ওই দিনই সেখানে অনুশীলনের কথা থাকলেও বাধ সাধে মালদ্বীপের আবহাওয়া। রোববার সন্ধ্যায় মালেতে ভারী বৃষ্টি হয়। ভেজা মাঠে অনুশীলনে ইনজুরির ঝুঁকি থাকায় অস্কার সেই ঝুঁকি নেননি। হোটেলে ফিরে কিছু শারীরিক কসরত করান শিষ্যদের। করোনা মহামারির সময় অতিক্রম করে এএফসি কাপ আবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ফিরেছে। এএফসি কাপে দক্ষিণ এশিয়ার জোনে কিংসের প্রতিপক্ষ ভারতের দুই ক্লাব ওড়িষা, মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া। চার দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬টি ম্যাচ খেলবে। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে। বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে গত মৌসুমে মোহনবাগান পরবর্তী রাউন্ডে খেলেছিল। এই আসরে মোহনবাগানের বিপক্ষে কিংসের অ্যাওয়ে ম্যাচটি প্রথম। ২৪ অক্টোবর কলকাতার পরিবর্তে ম্যাচটি ভুবনেশ্বরে আয়োজন করছে মোহনবাগান। এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচটাতে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রম্নজন বলেন, 'মালদ্বীপের ক্লাবের বিপক্ষে শুধু নয়, গ্রম্নপে অন্যদের বিপক্ষেও ভালো ফল করতে চাই। আমাদের লক্ষ্য হলো গ্রম্নপ সেরা হয়ে পরের পর্বে জায়গা করে নেওয়া। টুর্নামেন্টটি আমরা জয় দিয়ে শুরু করতে চাই। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।'

এবারই প্রথমবারের মতো এএফসি কাপ খেলছেন জাতীয় দলের উদীয়মান তারকা শেখ মোরসালিন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল দামাসেনা না থাকায় তার খেলার সম্ভাবনা বেশি। মোরসালিনও জয় পেতে আশাবাদী, 'আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অপেক্ষায় আছি। আশা করছি, দলের হয়ে ভালো পারফর্ম করব। যেন দল জিততে পারে।'

বসুন্ধরা কিংসের এই টুর্নামেন্টে পরবর্তী ম্যাচগুলো হচ্ছে। ২ অক্টোবর ভারতের ওড়িষা এফসি, ২৪ অক্টোবর ভারতের মোহন বাগান, ৭ নভেম্বর মোহনবাগান, ২৭ নভেম্বর মাজিয়া ও ১১ ডিসেম্বর ওড়িষার বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে