শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

ওয়ানডে বিশ্বকাপেও টাইগারদের সঙ্গে শ্রীধরণ শ্রীরাম

ক্রীড়া প্রতিবেদক
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে উইকেট পাওয়ার পর টাইগার বোলার নাসুম আহমেদকে অভিনন্দন জানাচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল -ওয়েবসাইট

দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও একবার সম্পর্কে জড়ালো শ্রীধরণ শ্রীরামের সঙ্গে। আসন্ন ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আবারও তাকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

গত টি২০ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব পালন করেছিলেন শ্রীধরণ শ্রীরাম। কিন্তু সেই বিশ্বকাপে টাইগারদের ভরাডুবি হওয়ার কারণে ভারতীয় এই কোচের সঙ্গে সফরটা লম্বা হয়নি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।'

গত টি২০ বিশ্বকাপের আগে জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় শ্রীধরণকে। বিশ্বকাপের পর তৎকালীন কোচ রাসেল ডোমিঙ্গোকে টি২০ দলের দায়িত্ব থেকে সরিয়ে কোচের পদে বসানো হয় ভারতীয় এই কোচকে। এরপর হাথুরুসিংহকে কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার পর টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব ছেড়ে দেন শ্রীরাম। তবে আবারও একটি বিশ্বকাপের আগে তাকে দলের দায়িত্বভার বুঝিয়ে দিয়েছে বিসিবি।

বিশ্বকাপে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর ভারত যাবে বাংলাদেশ। ৬ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও মাঠে নামার আগে সবগুলো দল প্রস্তুতি ম?্যাচ খেলবে। বাংলাদেশ দু'টি প্রস্তুতি ম?্যাচ খেলবে গৌহাটিতে। ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলংকা ও ইংল?্যান্ড। বাংলাদেশের প্রস্তুতি ম?্যাচের আগেই শ্রীরাম দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম?্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

২০২২ সালের আগস্টে এশিয়া কাপের আগে শ্রীরামকে নিয়োগ দিয়েছিল বিসিবি। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত চার বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। এর আগে ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক কোচ। এছাড়া কাজ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন শ্রীরাম। এ সময়ে ৮টি ওয়ানডে খেলেছেন তিনি।

নিজের প্রথম মেয়াদে শ্রীরামের পারফরম?্যান্স খারাপ ছিল না একদমই। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। এরপর তার অধীনেই বাংলাদেশ খেলেছিল বিশ্বকাপ। মাঝে নিউজিল্যান্ডে খেলেছিল ত্রিদেশীয় সিরিজ। তার অধীনে বাংলাদেশ ১৩ টি২০ খেলে ৪টি জিতলেও হেরেছে ৯টি। তবে দলের ক্রিকেটারদের পারফরম্যান্স, টি২০ অ্যাপ্রোচে উন্নতির ছাপ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে