শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মেয়েদের কাবাডি লিগ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
মেয়েদের কাবাডি লিগ শুরু আজ

২০১২ ও ২০২১ সালে মেয়েদের কাবাডি লিগ অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারই প্রথমবারের মতো বিদেশিদের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ১১ দলের মেয়েদের কাবাডি লিগের আসর। ইতোমধ্যে নেপাল থেকে চারজন মেয়ে খেলোয়াড় ঢাকায় এসেছেন। দু'জন আসছেন ভারত থেকে। সবাই জাতীয় দলের খেলোয়াড়। এবারের আসরে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, মেঘনা কাবাডি ক্লাব, ফরিদপুর জেলা কাবাডি ক্লাব, ঝিনাইদহ জেলা কাবাডি ক্লাব, জামালপুর জেলা কাবাডি ক্লাব, ময়মনসিংহ জেলা কাবাডি ক্লাব, উত্তরবঙ্গ কাবাডি ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি যাত্রাবাড়ী, শিকারপুর, বরিশাল ও পিনাকল স্পোর্টস সোসাইটি।

দুটি গ্রম্নপে ভাগ করে খেলা হবে। এরপর দুই গ্রম্নপের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। তারপর ফাইনাল। মেঘনা কাবাডি ক্লাবে খেলবেন নেপালের চার খেলোয়াড়। এরা হলেন- গঙ্গা ঘিমিরে, শ্রীজানা কুমারী থারু, অনুজা কুলং রাই ও জয়ন্ত বাডু। বাইলজ অনুযায়ী প্রতিটি দল চারজন করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। খেলতে পারবেন তিনজন। খেলাগুলো অনুষ্ঠিত হবে পল্টনের কাবাডি স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে