বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বার্সার হয়ে গলা ফাটাবেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
বার্সার হয়ে গলা ফাটাবেন সুয়ারেজ

অনুশীলনে গিয়ে একটি বেঞ্চের ওপর বসা তারা চারজন। এতদিন ছিলেন তিনজন। লিওনেল মেসি, সার্জিও বুসকেটস এবং জর্দি আলাবা। এবার এই দলে যোগ দিলেন লুইস সুয়ারেজ। না, এটা ২০১৪ সালের বার্সেলোনা নয়। এটা ২০২৩ সালের ইন্টার মায়ামি। বার্সেলোনার সাবেক চার ফুটবলারের মিলন হলো আবার যুক্তরাষ্ট্রের এই ইন্টার মিয়ামিতে এসে। শনিবার ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে। এদিনই প্রথম সুয়ারেজ ইন্টার মিয়ামির জার্সিতে দেখা গেল। সঙ্গে ছিলেন মেসি, আলাবা এবং বুসকেটস।

জীবনের প্রয়োজনে এখন তারা দূরে, কিন্তু বার্সেলোনার প্রতি সেই টান, ভালোবাসা এখনো অনুভব করেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। তাই রিয়াল মাদ্রিদ আজও তাদের প্রতিপক্ষ! তাই ইন্টার মায়ামির মেসি, সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্দি আলাবা সুদূর যুক্তরাষ্ট্রে বসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গলা ফাটাবেন বার্সেলোনার পক্ষে!

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসে পেছন ফিরে তাকালেন সুয়ারেজ। নতুন ঠিকানায় পুরনো বন্ধুদের এক সঙ্গে পেয়ে যারপরনাই খুশি উরুগুয়ের এই ফরোয়ার্ড। জানালেন, প্রিয় বার্সেলোনার জার্সিতে ফুটবলকে বিদায় জানাতে না পারার আক্ষেপও। তিনি বলেন, 'কল্পনাও করিনি আমরা আবার এক সঙ্গে হব। কেননা, আমি ভেবেছিলাম, লিও (মেসি) বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবে। ২০১৯ সালে বার্সেলোনার হয়ে আমরা সবকিছু জিতলাম এবং স্বপ্ন দেখেছিলাম, বার্সেলোনার হয়ে অবসর নেব (কিন্তু হয়নি)। প্রথমে আমি বার্সেলোনা ছাড়লাম, পরে বাকিরাও।'

নু্য ক্যাম্প থেকে সুয়ারেজ, মেসিদের বিদায় খুব সুখকর হয়নি। মাঝের সময়ে যোগাযোগে পড়েছে ভাটার টান। কিন্তু ক্লাসিকোয় যে তারা সাবেক ক্লাব বার্সেলোনার পক্ষে থাকবেন, তা জোর দিয়েই বললেন সুয়ারেজ। ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনার জন্য শুভকামনাও জানালেন তিনি, 'এখনো আমরা ক্লাসিকো নিয়ে আলোচনা করিনি, কিন্তু অবশ্যই ম্যাচটি দেখতে একত্রিত হব আমরা। কেননা, আমরা ফুটবল পছন্দ করি, বার্সেলোনাকে পছন্দ করি এবং সব সময় সুপার কাপের ফাইনাল দেখাটা আনন্দের। আপনারা জানেন, কোন দলের পক্ষে গলা ফাটাবো আমরা। আমি ক্লাব (বার্সেলোনা) এবং সেখানকার আমার কয়েকজন বন্ধুর জন্য শুভকামনা জানাই।'

তিনি আরও যোগ করেন, 'বর্তমান পরিস্থিতিই বিবেচ্য, সুপার কাপের ফাইনাল দেখাচ্ছে কত ভালো দল তারা। আমি জানি, লিগে তারা প্রত্যাশা অনুযায়ী অবস্থানে নেই, কিন্তু তারা একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দলটি এখন পুনর্গঠনের মধ্যে আছে। অনেক নতুন খেলোয়াড় এবং এটা কঠিন প্রক্রিয়া, আস্তে আস্তে সব সমস্যার সমাধান তারা করবে। তার প্রথমটি সুপার কাপের ফাইনাল। তারা শিরোপা জয়ের চেষ্টা করবে, যেটা জাভি (হার্নান্দেজ) এবং পুরো দলকে সব সময় সাহায্য করবে নৈতিক ও মানসিকভাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে