সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

চট্টগ্রাম ব্যুরো
  ১৮ মে ২০২৫, ১৯:১৬
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের
ছবি: যায়যায়দিন

চট্টগ্রাম নগরীতে বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত তারের স্পর্শে দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মে) সকালে নগরীর চকবাজার থানার এম এম আলী রোডের বশরভিলায় এ দুর্ঘটনা ঘটে।

1

মৃতরা হলেন- মোহাম্মদ তৈয়ব (৫০) ও মো. রবিউল (১৪)। তৈয়ব ওই ভবনের প্রহরী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। আর ওই ভবনের ভাড়াটিয়া রবিউলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তা জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, ‘রাতে বৃষ্টিতে ভবনের নিচে পানি জমে গিয়েছিল। স কালে সেখানে নামার পর বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে