শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

একসঙ্গে অবসরে চার ক্যারিবীয় নারী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
একসঙ্গে অবসরে চার ক্যারিবীয় নারী ক্রিকেটার

একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী চার নারী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ৪ ক্রিকেটার হলেন- আনিশা মাহমুদ, সাকিরা সেলম্যান, কাইসিয়া নাইটস ও কায়সোনা নাইট। এ চারজনই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য।

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ২০ বছরের ক্যারিয়ারে ওয়ানডে ও টি২০ মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলে ৩০৫ উইকেট শিকার করেছেন আনিশা। পুরুষ-নারী উভয় ক্যাটাগরি মিলিয়ে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি২০তে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন ৩৫ বছর বয়সি এই নারী ক্রিকেটার।

বিদায়ের ঘোষণায় আনিশা বলেন, 'গত ২০ বছর সত্যিই দুর্দান্ত ছিল। প্রতিটি মিনিট উপভোগ করেছি আমি উত্থান ও পতন। আমার বিশ্বাস, এখন সরে দাঁড়ানোর সময়, যাতে তরুণরা তাদের স্বপ্ন উপজীব্য

করে বাঁচতে পারে, যেমনটি

আমি করেছি।'

এদিকে সাকিরা সেলম্যান ১৮ বছরের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওয়ানডে ও টি২০ মিলিয়ে মোট ১৯৬টি ম্যাচ খেলেছেন। অপরদিকে ২০১১ ও ২০১৩ সালে অভিষেক হয় যমজ দুই বোন কাইসিয়া নাইট ও কায়সোনা নাইটসের।

কাইসিয়ার খেলেছেন ১৫৭ ও কায়সোনা ১০৬টি ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে