বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

হার এড়াল দক্ষিণ কোরিয়া

ক্রীড়া ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
হার এড়াল দক্ষিণ কোরিয়া

একদিন আগে এশিয়া কাপের ফেভারিট জাপানকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল ইরাক। আরেকটু হলে জর্ডানও চমক দেখাতে পারত। কিন্তু ইনজুরি টাইমের আত্মঘাতী গোলে বড় বাঁচা বেঁচে গেল দক্ষিণ কোরিয়া। শনিবার রাতে দোহায় দুই দলের ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে।

পার্ক ইয়ং-উ'র আত্মঘাতী গোল ও ইয়াজান আল নাইমাত এবং ফরোয়ার্ড সন হিউং মিনের নবম মিনিটের পেনাল্টি গোলকে বিফলে পরিণত করে জর্ডান। কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে ইয়াজান আল-আরব নিজের জালে বল জড়ালে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের দল দক্ষিণ কোরিয়া পয়েন্ট উদ্ধার করে।

জিতলে 'ই' গ্রম্নপ থেকে এক ম্যাচ আগেই নকআউটে ওঠার সুযোগ ছিল দুই দলের সামনে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৩-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার তারা শেষ গ্রম্নপ ম্যাচে লড়বে মালয়েশিয়ার বিপক্ষে। শেষ ষোলোতে ওঠার হাতছানি এখনো তাদের সামনে। মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল জর্ডান। শেষ ম্যাচে তারা খেলবে বাহরাইনের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে