শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নেশনস কাপে মিশরের সৌভাগ্যের আশায় গরু কোরবানি

ক্রীড়া ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
নেশনস কাপে মিশরের সৌভাগ্যের আশায় গরু কোরবানি

মাঠের ফুটবলে খুব একটা স্বস্তিতে নেই মিশর। আফ্রিকান নেশনস কাপের গ্রম্নপ পর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি তারা। সবক'টি ম্যাচেই ড্র করেছে মিশর। এতে অপেক্ষাকৃত দুর্বল দল কেপ ভার্দে আইল্যান্ডসের পেছনে থেকে গ্রম্নপ রানার্স-আপ হিসেবে শেষ ষোলোয় উঠেছে তারা। এবার ভালো ফর্মে ফেরার জন্য সৌভাগ্যের আশায় একটি গরু কোরবানি দিয়েছেন দেশটির ফুটবল কর্তারা।

দলটির মুখপাত্র মোহাম্মদ মোরাদ বলেছেন, মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন গরুটিকে কোরবানি দিয়েছে। এর আগের দিন কায়রোতে অভাবী লোকদের মাংস বিতরণ করা হয়। নকআউট পর্বে আজ রোববার কঙ্গোর মুখোমুখি হবে টুর্নামেন্টের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা।

চোটাক্রান্ত ফুটবলারদের নিয়ে টুর্নামেন্টে বেশ বিপাকে পড়েছে মিশর। গ্রম্নপ পর্বের দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন দলের সেরা তারকা মোহাম্মেদ সালাহ। এরপর গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে গোলরক্ষক মোহামেদ এল শেনাভির কাঁধের হাড় সরে যায়।

এদিকে অনুশীলনে আঘাত পান ইমাম আশুর। এরপর গত বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও পরদিনই দলের সঙ্গে যোগ দেন তিনি।

এর আগে ২০০৮ সালেও ঘানায় অনুষ্ঠেয় আফ্রিকান নেশনস কাপে ভালো ফলের আশায় একটি বাছুর কোরবানি দিয়েছিল মিশরের খেলোয়াড়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে