শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
কাজী সালাউদ্দিনের বাসায় যুব ও ক্রীড়ামন্ত্রী

এত বছরের সম্পর্ক, একদিনে নষ্ট হয় না : নাজমুল হাসান

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন -সংগৃহীত

গত বছর নারী ফুটবলারদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমার সফর বাতিল নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মধ্যে বাহাস হয়েছিল। ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ ব্যক্তির কথার লড়াইয়ের পর একটা ?'স্নায়ুযুদ্ধ' বিরাজ করছিল।

এর মধ্যে বদলে গেছে দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী। আর কাজী সালাউদ্দিন আছেন আগের অবস্থায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট হিসেবে।

পজিশন যেন বদলে দিয়েছে সবকিছু। ক্রীড়া মন্ত্রী হিসেবে পাপন এখন দেশের সব ধরনের ক্রীড়ার অভিভাবক। মনোমালিন্য কিংবা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে সবকিছু। আগের সব তিক্ততা ভুলে তাইতো বারিধারার বাসায় নাজমুল ছুটে গেলেন অসুস্থ সালাউদ্দিনকে দেখতে, তারই বাসভবনে।

মঙ্গলবার সালাউদ্দিনকে দেখতে তার বাসভবনে যান পাপন। প্রায় মিনিট-বিশেকের বৈঠকে ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি ফুটবলের উন্নয়নের বিষয়েও কথা হয় দু'জনের। সাক্ষাৎ শেষে অপেক্ষমাণ সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল। গণমাধ্যমকে পাপন বলেছেন, 'এতদিনের সম্পর্ক একদিনে নষ্ট হয় না। ছোটবেলায় মাঠে যেতামই তো ওনার খেলা দেখতে। ওনার মতো কিংবদন্তি ফুটবলার তো আর কেউ নেই। সেই ব্যাপারটা তো আছে। অনেক সময় অনেক কথা হয়, তাতে উনিও আঘাত পেতে পারেন, আমিও পেতে পারি। কিন্তু সম্পর্ক তো শেষ হয়নি।'

অস্ত্রোপচারের পর বাসায় বিশ্রামে থাকা সালাউদ্দিন আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী।

নাজমুল হাসান বলেন, 'ওনার যখন সার্জারিটা হয়, তখন তো নির্বাচনে (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) শেষ মুহূর্ত। আমি তখন এলাকায় ছিলাম। তখন থেকেই ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ঢাকায় এসেই ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা হয়েছে। তাকে দেখতে যেতে চাই, কী অবস্থা আমাকে জানাতে বলি। ওনারা বলেন, জানাবেন। আমি আবার বাইরে চলে গেলাম এসিসির এজিএমের জন্য। আসার পর বললেন যেকোনো সময় আসতে পারেন। পরশু দিন বলল, আমি আজ চলে এলাম দেখতে।'

নাজমুল হাসান পাপন বলেন, 'দেখে মনে হয়েছে, আলস্নাহর রহমতে উনি খুব ভালো আছেন এখন। হাঁটাচলা করছেন স্বাচ্ছন্দ্যে, যেটা দেখেই ভালো লাগছে। স্বাভাবিকভাবেই এমন সার্জারির পর আরও কিছু সময় লাগবে ওনার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।'

মন্ত্রী জানান, 'কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে একেবারে ফিরলে দেখব। এর মধ্যেও বলেছি, কিছু কাগজপত্র পাঠাতে। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময়ক্ষেপণ না হয়। বিকল্প খেলার জায়গা করা যায় কিনা, সেটাও আমার বিবেচনায় রয়েছে। চলতি সপ্তাহেই বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যাব।'

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, 'একই জিনিস। একটা হচ্ছে, খেলার মাঠ নেই। বঙ্গবন্ধু স্টেডিয়াম লম্বা সময় ধরে বন্ধ হয়ে আছে, ওনাদের খেলার কোনো জায়গা নেই। এটা বড় সমস্যা। পরশু বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে যাচ্ছি আমি। কীভাবে তাড়াতাড়ি শেষ করা যায়, আপ্রাণ চেষ্টা করব। খেলার কোনো জায়গা বের করতে পারি কি না, দেখব।'

নারী ফুটবলে স্পন্সরের অভাব হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। একই সঙ্গে পুরুষ ফুটবলকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উলেস্নখ করেন।

তিনি বলেন, 'আমাদের ক্রীড়া ফেডারেশনের সংখ্যা ৫৫টির মতো। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। নিঃসন্দেহে এর গুরুত্বও অনেক। আমরা সম্ভাবনাময় খেলাগুলোকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করতে কাজ শুরু করেছি। ইতোমধ্যে ৯টি ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছি। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে অন্যান্য ফেডারেশনের সঙ্গে বসব।

গত ডিসেম্বরে হৃদযন্ত্রের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সালাউদ্দিন। এরপর করা হয় বাইপাস সার্জারি। বর্তমানে তিনি নিজের বাসভবনে বিশ্রামে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে