শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ আগেই খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওয়ানডে ম্যাচটা তাদের জন্য ছিল মর্যাদা রক্ষার। কিন্তু সেই ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয়রা। এমনকি লড়াইটাও ঠিকমতো করতে পারেনি সফরকারী। ১০০ ওভারের ম্যাচ শেষে হয়েছে মাত্র ৩১ ওভারে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল অজিরা।

ক্যানবেরার মানুকা ওভালে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে মাত্র ৩৫ বল খেলেই লক্ষ্যে পৌঁছায় বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন অস্ট্রেলিয়ার জয়ের মূল নায়ক ছিল ২৫ বছর বয়সি পেসার জ্যাভিয়ার কলিন বার্টলেট। দুর্দান্ত বোলিংয়ে এদিনও তুলে নেন ৪টি উইকেট। ৭.১ ওভার বল করে খরচ করেন ২১ রান। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচেও ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে