শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রিয়ালকে রুখে দিল রায়ো ভালকানো

ক্রীড়া ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রিয়ালকে রুখে দিল রায়ো ভালকানো
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র

গত বছরের শেষ দিকে চলতি মৌসুমে রায়ো ভালকানোর সঙ্গে প্রথম দেখায় গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবু্যতে সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল তাদের। স্প্যানিশ লা লিগায় রায়ো ভালকানোর বিপক্ষে ম্যাচের ৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু চলতি মৌসুমে দ্বিতীয়বারের দেখাতেও দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল কার্লো আনচেলত্তির দল।

দারুণ ছন্দে থাকা জুড বেলিংহ্যাম চোটে ছিটকে পড়ার পর প্রথম ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লিপজিগকে কষ্টে ১-০ গোলে হারায় রিয়াল। এবার তো জিততেই পারল না তারা। ম্যাচজুড়ে নিজের ছায়া হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এদিনের এই ড্রয়ে লিগে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে এখনো ৬ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল। ২৫ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে আনচেলত্তির দলের ৬২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। সোমবার তারা খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। আর ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আর ৫১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ চারে আছে। ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে রায়ো ভালকানো।

এস্তাদিও দে ভায়েকাসে ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। রিয়াল ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। তবে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার (৫৬) সঙ্গে তাদের ব্যবধান ছয় পয়েন্টে কমেছে। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা জিরোনা সোমবার অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে। ম্যাচ শুরুর বাঁশি বাজার কিছুক্ষণ পরই রিয়াল গোল উদযাপন করে। জোসেলু বক্সের সেন্টার থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান। ফেডেরিকো ভালভের্দে করেন অ্যাসিস্ট। ভিএআর রিভিউয়ের পর গোলের রায় আসে।

ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টাতে না যেতেই গোল হজম করে রিয়াল। ২৪ মিনিটে পেনাল্টি এরিয়াতে এডুয়ার্ডো কামাভিঙ্গা হ্যান্ডবল করেন। পেনাল্টি থেকে ২৭ মিনিটে ডানপায়ের শটে রাউল দে টমাস ১-১ করেন। পরে দুই দলই সমান দুটি করে শট রাখেন লক্ষ্যে। কিন্তু গোলে রূপান্তরিত হয়নি কোনোটি। বরং রিয়াল শেষ দিকে বিপদে পড়েছিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দানি কারভাহাল। ৭৫তম মিনিটে বদলি মাঠে নামেন তিনি, শেষ দিকে দুই মিনিটে দেখেন দুটি হলুদ কার্ড। একজন কম নিয়ে খেলার মাশুল অবশ্য দিতে হয়নি রিয়ালকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে