সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে ডার্বি জিতল মায়ামি

ক্রীড়া ডেস্ক
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ওরলান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করে উচ্ছ্বসিত লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ -ওয়েবসাইট

তবে কি ভক্তদের প্রত্যাশা পূরণ করতে শুরু করেছেন লিওনেল মেসি- লুইস সুয়ারেজ জুটি? অবস্থাদৃষ্টে তো তেমনটিই মনে হচ্ছে। ৬ বছর ধরে যেভাবে বার্সেলোনায় দর্শকদের মাতিয়ে রেখেছেন, ইন্টার মিয়ামিতে এসেও তারই নতুন শুরু করলেন তারা! বার্সেলোনায় মেসি-সুয়ারেজের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স হরহামেশাই দেখা যেত। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও তার ঝলকটা দেখালেন তারা। শনিবার রাতে ফ্লোরিডার নগরপ্রতিদ্বন্দ্বী ওরলান্ডো সিটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। মেসি, সুয়ারেজ দুইজনেই এতে জোড়া গোলের দেখা পেয়েছেন।

লিওনেল মেসির বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ মায়ামিতে যোগ দিয়ে নিজের ঝলকটা দেখালেন তৃতীয় ম্যাচে। জোড়া গোল করেছেন ৪ ও ১১ মিনিটে। এর পর বার্সা সতীর্থ মেসির দুটি গোলেও ছিল তার অবদান। শুরুতে ৫৭ মিনিটে সুয়ারেজ শট নিয়েছিলেন। সেটি ক্রসবারে লেগে ফিরে আসলে আনমার্কড মেসি সহজে ট্যাপড ইন করে বল গোললাইন পার করিয়েছেন। এরপর ৬২ মিনিটে বাম উইং থেকে সুয়ারেজের বাতাসে ভাসানো পাস পেয়ে হেড করে জাল কাঁপান তিনি।

এর মাঝে ২৯ মিনিটে অপরটি করেছেন রবার্ট টেইলর। এই জয়ে মায়ামি তার ক্লাব ইতিহাসে এবারই প্রথম শুরুর তিন ম্যাচে অপরাজিত থাকার নজির গড়ল। আগামীতে দুইজনের এমন পারফরম্যান্স যে অব্যাহত থাকবে, সেটার ইঙ্গিত দিয়েছেস সুয়ারেজ, 'সে (মেসি) আমার সম্পর্কে সব কিছু জানে। আমার ধারণা আমরা এভাবেই পারফর্ম করতে থাকব।' সতীর্থ জুলিয়ান গ্রেসেল তাদের প্রশংসা করে বলেছেন, 'তারা হাল ছেড়ে দেওয়ার লোক নন। গত কয়েক সপ্তাহ ধরেই সেটা আমরা দেখছি। তারা দলের জয়ের জন্য সব কিছু করতে রাজি। সেটার উজ্জ্বল উদাহরণ ছিল আজকে।'

ম্যাচ শেষে সুয়ারেজের বিষয়ে মেসি বলেন, 'সে গোল করতে পেরেছে, আমি তার জন্য খুব খুশি। তবে আমরা শান্ত ছিলাম। আমরা জানি, লুইস (সুয়ারেজ) কেমন এবং সে কী করতে পারে। যখন আপনি তার কাছ থেকে কম প্রত্যাশা করবেন, তখন সে আজকের মতো খেলে সব বুঝিয়ে দেবে।'

ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো বলেন, 'আমাদের পারফরম্যান্সে খুব সন্তুষ্ট। সবাই ভালো খেলেছে। সুযারেজ শুধু তার গোলেই নয়, অ্যাসিস্ট দিয়েও দুর্দান্ত ছিল। আমরা শাটআউটও রক্ষা করেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে