সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

'উইন্ডিজ ক্রিকেটকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে'

ক্রীড়া ডেস্ক
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০

আইসিসিকে কাঠগড়ায় তুললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভ। তার অভিযোগ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের ক্রিকেট আবার শক্তিশালী হওয়ার পথে এগোচ্ছে। সেটা যাতে না হয় তার সব রকম চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এক সাক্ষাৎকারে গ্রেভ বলেন, 'সবাই ভাবে বিশ্ব ক্রিকেট একটা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল চায়। কিন্তু কেউ এটা জানে না যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সব রকম চেষ্টা করছে যাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আর শক্তিশালী না হতে পারে। আমাদের ক্রিকেটকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে।'

কেন এই অভিযোগ করছেন তার ব্যাখ্যাও দিয়েছেন গ্রেভ। তার কথায়, আইসিসি যদি আমাদের কথা ভাবত, তা হলে আমাদের আর্থিক দিক দেখত। কিন্তু তা দেখছে না। আমরা আইসিসির কাছে যা টাকা পাই তাতে দেশের ক্রিকেটের উন্নতি হতে পারে না। আমাদের লভ্যাংশ ৭ শতাংশ থেকে কমে ৫ শতাংশে পৌঁছেছে। কীভাবে ক্রিকেট চালাব আমরা?'

মাঠে সেরাটা দিতে গেলে ক্রিকেটারদের সেই পরিকাঠামোও দিতে হবে বলে মনে করেন গ্রেভ। কিন্তু সেটা তারা পারছেন না। তার ফলেই ওয়ানডে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে দল।

গ্রেভ বলেন, 'ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা দিতে হবে। নইলে দেশের তুলনায় বিদেশি লিগের দিকে নজর দেবে তারা। আমাদের ক্ষেত্রে সেটাই হচ্ছে। দেশের হয়ে সেরা ক্রিকেটারদের পাচ্ছি না। ফলে ম্যাচ জিততে সমস্যা হচ্ছে। কিন্তু সেদিকে কেউ নজর দিচ্ছে না।'

গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেফের উদাহরণ টেনে গ্রেভ জানিয়েছেন, তাদের দেশে প্রতিভার অভাব নেই। কিন্তু এই প্রতিভাদের আরও এগিয়ে নিয়ে যেতে আইসিসির সাহায্য প্রয়োজন। সেটা তারা পাচ্ছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে