সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০

শ্রীলংকা সিরিজের মধ্যে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসের ১২ ফেব্রম্নয়ারি হয়েছিল শেষ বোর্ড মিটিং। এক মাস না পেরোতেই আবারও বোর্ড মিটিংয়ে বসতে যাচ্ছে বিসিবি।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি ম্যানেজমেন্ট অফিসে দশম বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। বিসিবির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

এই মিটিংয়ে অন্যতম অ্যাজেন্ডা হলো বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এ ছাড়া টি২০ বিশ্বকাপ, শেখ হাসিনা স্টেডিয়াম, সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনা হবে। এসব কিছুর বাইরে আরও দুই বা তিনটি বিষয় নিয়ে সভায় আলোচনা হতে পারে।

এর আগের বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তিন সংস্করণে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা, নতুন নির্বাচক প্যানেল ঘোষণাসহ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হয়।

তবে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হলে সেবার কোনো আলোচনা হয়নি এটি নিয়ে। এবারের বোর্ড মিটিংয়ে এই তদন্ত রিপোর্ট নিয়ে পরিচালকরা কথা তুলতে পারেন বলে জানা গেছে। এর আগে বেশ কয়েকজন পরিচালক গণমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেন তদন্ত রিপোর্ট গোপন রাখায়।

সূত্র জানিয়েছে, শনিবার বোর্ড সভা শেষ করেই ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বেশির ভাগ পরিচালক রওনা দেবেন বিমানবন্দরে। বাংলাদেশ-শ্রীলংকার সিরিজ নির্ধারণী ম্যাচ দেখতে তারা বিকালে পৌঁছাবেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বিসিবির সূত্র জানিয়েছে, আগামী ৩১ মার্চ এই বার্ষিক সভা হতে পারে। তবে শনিবার সকালে বোর্ড সভা শেষে চূড়ান্ত ঘোষণা আসবে।

বিসিবির সবশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ১৯ জুলাই। এবার এজিএমে বিসিবির গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হতে পারে। বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বলেন, 'এজিএমের আলোচ্যসূচি ঠিক করতেই আধা ঘণ্টার মতো একটা সভা হবে। সেটা শেষ করে আমরা রওনা দেবো সিলেটে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে