সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রাবেয়া-আনিকার স্বর্ণপদক জয়

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরীদের নিয়ে অ্যাথলেটিক্স খেলার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সাবেক অ্যাথলেট লুৎফুন নেছা হক বকুলের নামে অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপেস্নক্সে। ১০০, ২০০, ৪০০ মিটার স্প্রিন্ট, হাইজাম্প, লংজাম্প, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও চার গুনিতক একশ মিটার রিলেতে ৩৩ জেলার ১৯৮ জন মেয়ে ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে লংজাম্পে পঞ্চগড়ের রাবেয়া আক্তার এবং চাকতি নিক্ষেপে কুড়িগ্রামের আনিকা খাতুন স্বর্ণপদক জেতেন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা বেগম গিনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে