শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না তামিম ইকবাল!

ক্রীড়া প্রতিবেদক
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
তামিম ইকবাল

তামিম ইকবাল ও বাংলাদেশ জাতীয় দলের মধ্যে অদৃশ্য দেয়াল যেন কিছুতেই সরছে না। অভিমানে আচমকা অবসর, নাটকীয়ভাবে প্রত্যাবর্তন এবং অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর জাতীয় দলেও তিনি এখন ব্রাত্য। ফের কখন দলে ফিরবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েই গেছে। টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অভিজ্ঞ এই ওপেনারের সম্পর্কটা যে ঠিকঠাক নেই এটা এখন 'ওপেন সিক্রেট'।

বাংলাদেশ জাতীয় দলে আবার কী ফিরবেন দেশসেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল? আর ফিরলেও তা কবে? গত কয়েক মাস ধরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। তামিম নিজেই বলেছিলেন, ক্যারিয়ার নিয়ে কথা বলবেন বোর্ডের সঙ্গে।

টাইগারদের বর্তমান কোচ দায়িত্বে থাকলে জাতীয় দলে ফিরবেন কি না, সেই প্রশ্নের জবাবও দিলেন তামিম।

রোববার মনোনীত বোর্ড সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তার। জানা গেছে এই বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না বলে জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

তামিম গণমাধ্যমে বলেছেন, 'একটা জিনিস ভুল। আমি বলেছিলাম যে, আমাকে ফেরাতে হলে অনেক কিছু ঠিক করতে হবে। অনেক কিছু পরিবর্তন করতে হবে এবং ঠিক করতে হবে, এর মধ্যে পার্থক্য আছে। আমাকে ফেরাতে হলে সব নিয়ম পরিবর্তন করতে হবে, এটা আমি কখনো বলব না।'

হাথুরু থাকলে তামিম ফিরবেন কি না এমন প্রশ্নের উত্তরে এক লাইনে তামিম বলেছেন, 'আমার ফেরাটা কঠিন হবে (কোচিংয়ে হাথুরু থাকলে), এতটুকু বলতে পারি।'

অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেওয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেওয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেওয়া সিদ্ধান্ত না। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামবো।'

ভারত ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম। এরপর হঠাৎ করেই নানা কান্ড ঘটে তাকে নিয়ে। নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেন এই তারকা ক্রিকেটার। এরপর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি। এমনকি চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে তাকে আর জাতীয় দলের দেখার সম্ভাবনাও নেই।

টি২০ থেকে অবসর নেওয়ায় বর্তমানে টেস্ট ও ওয়ানডে খেলছেন তামিম। তবে তার শারীরিক অবস্থা এবং ফিটনেস সমস্যার কারণে তিনি আর টেস্ট খেলবেন না বলেও জানিয়েছেন বোর্ডের সঙ্গে আলোচনায়। আর ফিরলে আগামী বছর ওডিআই ফরম্যাটে ফিরবেন বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

গত রোববার বিসিবির সঙ্গে বৈঠকে কিছু বিষয় নিয়ে নিজের আপত্তির কথাও জানিয়েছেন তামিম। বিপিএলের সময় এই ওপেনার নিজেই বলেছিলেন যে জাতীয় দলে ফিরতে তার জন্য অনেককিছুই সঠিক হতে হবে। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'আমরা তার কাছ থেকে সবকিছু শুনেছি এবং তার সঙ্গেও কথা বলেছি। আমরা প্রেসিডেন্টের কাছে বার্তা পৌঁছে দেব এবং আমরা মনে করি যে এই সমস্যাটি খুব দ্রম্নত নিষ্পত্তি হবে।'

এদিকে তামিমের এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটে প্রভাব ফেলছে কি-না জানতে চাওয়া হয় বিসিবি পরিচালক ও আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে চান না তিনি। তবে বিষয়টির দ্রম্নত সমাধান করা দরকার বলে জানান, 'আমি মনে করি যত তাড়াতাড়ি বসে একটা সুরাহা করা যাবে, এটা এমন একটা ব্যাপার যে প্রতিদিন টক অব দ্য টাউন হয়ে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট এসব কিছুর ঊর্ধ্বে।'

তবে শর্ত দিয়ে তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি মানতে রাজী নন সুজন, 'আমরা সবাই চাই তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন দেখায়, একজন ক্রিকেটার হিসেবে। আমি জাতীয় দলের হয়ে খেলব, দেশ, জাতীয় দল, এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।'

'তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন, অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না,' যোগ করেন সুজন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও একই বার্তা দিয়ে রেখেছেন, 'তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে। এ ব্যাপারে আবার কোচকে জিজ্ঞেস করার কি আছে? কয়েকটা জিনিস আমি বলে রাখি। দল নির্বাচন চূড়ান্ত করা, যেটা বোর্ডের একটা কমিটি আছে, এটার দায়িত্ব ওদের। কে দলে থাকবে তারা ঠিক করবে। একাদশে কারা থাকবে সেটা আবার তারা ঠিক করে না। সেটা মূলত অধিনায়ক, সঙ্গে কোচেরও বড় মতামত থাকে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে