রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আবার টেস্টর্ যাংকিংয়ে শীর্ষে বোলার অশ্বিন

ক্রীড়া ডেস্ক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
রবিচন্দ্রন অশ্বিন

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে অবিশ্বাস্য বোলিং করেছেন রবিচন্দ্রন অশ্বিন। স্বীকৃতিও পেয়ে গেলেন ভারতীয় অফস্পিনার। আইসিসি টেস্টর্ যাংকিংয়ে সতীর্থ যশপ্রীত বুমরাকে সরিয়ে এক নম্বর বোলার এখন অশ্বিন। বুধবার হালনাগাদর্ যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এতে গত জানুয়ারিতে হারানো শীর্ষস্থান আবার ফিরে পেয়েছেন অশ্বিন।

২০১৫ সালে প্রথমবার এক নম্বর বোলার হওয়া অশ্বিন সবশেষ সিরিজে ২৬ উইকেট নেন। ৪-১ এ সিরিজ জেতা ভারতের হয়ে দুইবার ইনিংসে পাঁচ উইকটে পান এই অফস্পিনার। তৃতীয় টেস্টে পারিবারিক জরুরি কারণে মাঠ ছাড়লেও

ফিরে এসে বাজিমাত করেন। শেষ দুই টেস্ট জয়ে বড় অবদান রাখেন তিনি।

ধর্মশালায় ক্যারিয়ারের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ ৯ উইকেট নেন অশ্বিন। রাজকোটে তৃতীয় টেস্টে ৫০০ উইকেটের মাইলফলকেও নাম লেখান তিনি। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই এলিট ক্লাবে জায়গা পান অশ্বিন। বুমরাহ নেমে গেছেন দুই নম্বরে, সেখানে তার সঙ্গে জায়গা ভাগাভাগি করছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। নিউজিল্যান্ড সিরিজে ১০ উইকেট নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে