রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কুয়েতে প্রথম দিনের জিম সেশনে জামালরা

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ মার্চ ২০২৪, ০০:০০
কুয়েতে প্রথম দিনের জিম সেশনে জামালরা

বিশ্বকাপ বাছাই পর্বে আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেনু্য কুয়েতে। সৌদি আরবের ক্যাম্প শেষে রোববার কুয়েতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জামাল ভুঁইয়ারা। কুয়েতে সোমবার জিম সেশন সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২১ এবং ২৬ শে মার্চ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ইসরাইল সমস্যার কারণে ফিলিস্তিন বাংলাদেশের বিপক্ষে তাদের হোম ম্যাচটি নিরপেক্ষ ভেনু্য কুয়েতে খেলবে। সেখানের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মিল থাকাতে এতদিন সৌদিতে ক্যাম্প করেছে বাংলাদেশ। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে সুদানের বিপক্ষে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজরা। প্রথম ম্যাচে সুদানের সঙ্গে গোলশূন্য (০-০) করেছিল বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সুদানের কাছে ৩-০ গোলে পরাজিত হয়। ফিফার্ যাংকিংয়ে সুদানের (১২৭তম) মতো ফিলিস্তিনও (৯৫তম) বাংলাদেশের (১৮৩তম) চেয়ে অনেক এগিয়ে। দুই প্রস্তুতি ম্যাচেই দলের খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন ক্যাবরেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে