সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জ্যোতিদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০

তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ পিছিয়ে আছে ১-০তে। আজ রোববার দ্বিতীয় ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিনিধি হিসেবে আসেন অলরাউন্ডার ফাহিমা খাতুন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দারুণ শুরুর পর মাঝপথে বোলিং-ফিল্ডিংয়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তবুও ম্যাচে ছিল লাল সবুজের মেয়েরা। কিন্তু ফাহিমা খাতুনের শেষ ওভারে ২৯ রান খরচে স্বাগতিক শিবিরকে ম্যাচের নাগালের বাইরে নিয়ে যায়।

প্রথম ম্যাচে বল হাতে শেষ ওভারে এসে ২৯ রান দেন ফাহিমা। তার এই ওভারে চার ছয় হাঁকিয়েছেন আলানা কিং। অস্ট্রেলিয়ার রান দুইশ' পার হয়ে বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ থামে ৯৫ রানে।

ফাহিমার দাবি, তিনি ভালো বোলিং করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু কিং ভালো খেলেছেন, 'টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছিল, শেষ ওভার আমাকে দেওয়া হয়েছিল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তোবা সে ভালো খেলেছে। এটা ক্রিকেটের একটা অংশ। কাল আমরা ভালো খেলার চেষ্টা করব।'

ফাহিমা মনে করেন, বাংলাদেশের বোলারদের বিপক্ষে সংগ্রাম করেছেন অজি মেয়েরা। ক্যাচ মিস-মিস ফিল্ডিংয়ের কারণে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়, 'দেখেন ক্রিকেট এমন একটা খেলা, আমরা যেভাবে শুরু করেছিলাম বোলিংয়ে, আমাদের লক্ষ্য ছিল আমাদের যে শক্তি (স্ট্রেন্থ) আছে সেটা দিয়ে ওদের অল্প রানে আটকানো। যেহেতু তারা অনেক বড় দল, আমরা সেভাবে চিন্তা করিনি, আমরা চেষ্টা করেছি, আমাদের যে শক্তি আছে, আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমরা অলমোস্ট ভালো বোলিং করেছি, হঁ্যা মাঝখানে একটু ক্যাচ মিস ছিল, মিসফিল্ডিং ছিল। এ কারণে তারা রানটা ২০০ পার করতে পেরেছে।'

শনিবার সকাল থেকে মিরপুরে অনুশীলন করেন জ্যোতি-ফাহিমারা। স্পিনের বিপক্ষে শক্তি বাড়াতে ঘাম ঝরিয়েছেন তারা। লম্বা ইনিংস খেলে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে চান বাংলাদেশ। মেয়েদের লক্ষ্য বল হাতে কম রানে আটকানো আর ব্যাট হাতে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেওয়া।

ফাহিমা আরও বলেন, 'ব্যাটাররা সর্বোচ্চ চেষ্টা করছে, যারা টপ অর্ডার ব্যাটিং করছে তাদেরও রানের অনেক ক্ষুধা। আর বড় দলের বিপক্ষে চাইব আমাদের সেরাটা খেলার।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে