মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় সংবর্ধিত পাঁচ নারী ক্রীড়াবিদ

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
সাতক্ষীরায় সংবর্ধিত পাঁচ নারী ক্রীড়াবিদ

দেশের দ্রম্নততম মানবী শিরিন আক্তার সাতক্ষীরার মেয়ে। জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনরও এই জেলার। কেবল এই দু'জন নন, দেশের ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন বেশ ক'জন নারী ক্রীড়াবিদ। এদেরই পাঁচজনকে শনিবার সংবর্ধিত করেছে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের বাংলোয় ঘটা করে পাঁচ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন- দ্রম্নততম মানবী শিরিন আক্তার, জাতীয় দলের ফুটবলার সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তি এবং বক্সার আফরা খান্দকার প্রাপ্তি। দ্রম্নততম মানবী শিরিন আক্তার এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত, 'নিজের জেলায় এমন সংবর্ধনা পেয়ে আমি খুবই আনন্দিত। দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। তাই সংবর্ধনা পেয়েছি।' ফুটবলার মাছুরা পারভীন বলেন, 'জাতীয় দলে ফুটবল খেলে অনেক কিছু পেয়েছি। এবার পেলাম নিজ জেলার সংবর্ধনা। খুব

ভালো লাগছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে