শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অলিম্পিকের আগে জার্মানি যাচ্ছেন শুটাররা

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
অলিম্পিকের আগে জার্মানি যাচ্ছেন শুটাররা

আগামী ২৬ জুলাই পর্দা উঠছে প্যারিস অলিম্পিকের। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরটির প্রস্তুতি হিসেবে বাংলাদেশের শুটাররা আগামী মাসে জার্মানির হ্যানোভারে যাবেন। সেখানে দুই সপ্তাহ অনুশীলন ও কিছু স্থানীয় প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করবেন শুটাররা। 

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেন, 'প্যারিস অলিম্পিকের জন্য ২ জন এয়ার রাইফেল (শায়রা ও রবিউল) নাম আবেদন করা রয়েছে। অলিম্পিকে আমাদের শুটাররা ভালো স্কোর করুক এজন্য জার্মানিতে পাঠানো হচ্ছে। শায়রা ও রবিউলের পাশাপাশি আমাদের আরও দুইজন সম্ভাবনাময়ী শুটার জিদান ও জ্যোতিকেও জার্মানি পাঠাবো।'

বিশ্ব শুটিংয়ে অন্যতম তীর্থস্থান জার্মানি। তাই এই দেশেই শুটারদের পাঠানোর চেষ্টা থাকে বাংলাদেশ শুটিং ফেডারেশনের। হ্যানোভারে দুই সপ্তাহের শুটিং নিয়ে অপু বলেন, 'জার্মানিতে উন্নত সুযোগ সুবিধার পাশাপাশি চুলচেরা বিশ্লেষণও হয়। এর আগে জার্মানিতে গিয়ে আমাদের এক শুটারের স্কোরের ধারাবাহিকতা না থাকার পেছনে চোখের সমস্যা ধরা পড়েছিল। আশা করি এই বার দুই সপ্তাহের উন্নত অনুশীলন অলিম্পিকে শুটারদের পারফরম্যান্স বৃদ্ধি করবে।'

২ মে বাংলাদেশের ৪ শুটার, বিদেশি কোচের জার্মান দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ১৬ মে হ্যানোভারে যাওয়ার সম্ভাব্য সূচি চার রাইফেল শুটারের দুই সপ্তাহে জার্মানিতে অবস্থানে অনেক ব্যয় রয়েছে। সেই ব্যয়ের সংস্থান সম্পর্কে ফেডারেশনের মহাসচিব বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল জার্মানিতে অনুশীলন করে শুটারদের অলিম্পিকে পাঠানো। ব্যয় ও অলিম্পিকের কিছু আনুষ্ঠানিকতার জন্য সেই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে। শুটিং ফেডারেশনের পাশাপাশি আমরা মন্ত্রণালয় ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে সহায়তা চেয়েছি।'

শুটিং ফেডারেশন অলিম্পিকের প্রস্তুতি ও সদ্যসমাপ্ত ব্রাজিলের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য শুটিং ফেডারেশন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে কোটি টাকার সহায়তা চেয়ে বাজেট দিয়েছিল। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ইতোমধ্যে ১০ লাখ টাকা দিয়েছে শুটিং ফেডারেশনকে। 

প্যারিস অলিম্পিক অংশগ্রহণের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে ৬ জন ক্রীড়াবিদের নাম পাঠিয়েছেন ওয়াইল্ড কার্ডের জন্য। এর মধ্যে রয়েছেন দুই শুটার শায়রা আরেফিন ও রবিউল ইসলাম। দুইজন গলফার সিদ্দিক ও জামাল, বক্সার সেলিম ও একজন আরচ্যার হাকিম আহমেদ রুবেল এই ছয় জনের বাইরে অ্যাথলেটিক্স ও সাঁতার থেকে এক বা একাধিক জনের অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে। আগামী মাসে প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের নাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে