শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
জনস্বাস্থ্য প্রকৌশলীর  অনিয়ম-দূর্নীতিতে

ঈদগাঁওয়ে দু'বছরে শেষ হচ্ছেনা ড্রেনেজ প্রকল্পের কাজ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
  ২৪ মে ২০২৫, ১২:৫০
আপডেট  : ২৪ মে ২০২৫, ১৩:১৬
ঈদগাঁওয়ে দু'বছরে শেষ হচ্ছেনা ড্রেনেজ প্রকল্পের কাজ
ছবি: যায়যায়দিন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঈদগাঁও উপজেলা প্রকৌশলীর অব্যাহত অনিয়ম ও দূর্নীতিতে দুই বছরেও শেষ হচ্ছেনা ড্রেনেজ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ। যার কারণে চলতি বর্ষা মৌসুমের আগেই দ্বিতীয় দফা ভারি বৃষ্টির পানিতে পুরো বাজার ও স্বাস্থ্য কেন্দ্র সম্পূর্ণ জলাবদ্ধ হয়ে পড়েছে।

সরজমিনে দেখা যায়, ২৩ মে সকাল দশটার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। আধঘণ্টার বৃষ্টির পানিতে বাজার ও হাসপাতালের অভ্যন্তর জলমগ্ন হয়ে পড়ে। যা নিয়ে বাজার মুখো জনগণ ও রোগিরা চরম দুর্ভোগে পড়ে।

1

তিন সহস্রাধিক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান সমৃদ্ধ উপজেলার ঐতিহ্যবাহী বাজারের স্থায়ী পানি নিষ্কাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণ প্রকল্প বরাদ্দ দেয় সরকার। যার বাস্তবায়নের দায়িত্ব পান উইমার্ক ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

বিগত দুই বছরেরও অধিক সময় পূর্বে কাজ শুরু হলেও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জলের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এস এম আবির নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজের সিডিউলের তোয়াক্কা না করে যেনতেনভাবে ধীর গতিতে নির্মাণ কাজ চালিয়ে আসছে।

কাজ করতে গিয়ে অনিয়মের কারণে কয়েকবার সাময়িক কাজও বন্ধ করে বাজার এলাকার ইউপি সদস্য নুরুল হুদাসহ কয়েকজন। যার মধ্যে দৃশ্যমান অনিয়ম হল প্রায় দুই কিলোমিটার ড্রেনেজের মাঝখানে ডজনাধিক বৈদ্যুতিক খুঁটি থাকলেও তা না সরিয়ে ঢালাই কাজ সম্পন্ন করে ফেলা।

উভয় প্রকৌশলী সিডিউলের তোয়াক্কা না করে বাজারের কতিপয় স্থাপনা মালিকের কাছ থেকে অবৈধ টাকা হাতিয়ে নিয়ে রাতের আঁধারে ড্রেনেজের সাথে টয়লেটের লাইন সংযোগ দিয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ তুলছে।

এত অনিয়মের পরও বর্ষার আগে জলাবদ্ধতার অভিশাপ থেকে বাঁচার জন্য বাজারের ব্যবসায়ীরা দ্রুত কাজটি সম্পন্নের আশা করেছিল। কিন্তু বিগত রমজানের পর থেকে পুনরায় কাজ বন্ধ করে দেয়।

যার কারণে অল্প সময়ের ভারি বৃষ্টির পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় পুরো বাজার ও উপজেলার একমাত্র স্বাস্থ্য কেন্দ্রটিও (উপজেলা পরিবার পরিকল্পনা অস্থায়ী কার্যালয়) সম্পূর্ণ জলাবদ্ধ হয়ে আছে। এমতবস্থায় বাজারের ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ ও জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি সিরাজুল হক মেম্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, নানা অনিয়ম-দূর্নীতীতে কাজটি চললেও দুই বছরেও শেষ না হওয়ার পেছনে উপজেলা প্রকৌশলীর অনিয়ম ও অবহেলা রয়েছে বলে দাবি করেন।

অবিলম্বে তারা তদন্ত পূর্বক অনিয়ম জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান।

উপরুক্ত অভিযোগের বিষয়ে জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঈদগাঁও উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জলের মোবাইলে একাধিক মোবাইল থেকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ইতিপূর্বেও উক্ত প্রকৌশলী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কার হয়েছিল।

ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এস এম আবিরের কাছে উপরোক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অন্যান্য অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেই ড্রেনেজের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাই কাজ সম্পন্ন করেছেন বলে জানান।

উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা:তৃনা সাহার কাছে জানতে চাইলে বলেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রতিটি সভায় তিনি স্বাস্থ্য কেন্দ্রের উপরুক্ত সমস্যা উপস্থাপন করেন বারবার।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেন না। তিনি আরো বলেন নির্মিত ড্রেনেজটির কাজ যথাযথ ও যথাসময়ে শেষ না হওয়ার কারণে এবার অল্প বৃষ্টিতেই পুরো হাসপাতাল সড়ক এবং অভ্যন্তর পানিবদ্ধ হওয়াতে চিকিৎসক ও রোগীদের দুর্ভোগের অন্ত নেই ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, যেহেতু প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সেহেতু তৎসংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে ভাল বলতে পারবেন।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইবনে মায়াজের মোবাইলে বারবার কল দিলে তিনি কল কেটে দিয়ে ক্ষুধে বার্তা পাঠিয়ে পরে কল দিতে বলেন। পরে কল দিলেও তিনি রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে