শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড
সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

প্রথম দল হিসেবে টি২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড। সোমবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে আছেন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট, রয়েছেন টিম সাউদিও।

এ বিশ্বকাপটি হবে উইলিয়ামসনের ষষ্ঠ আসর, অধিনায়ক হিসেবে চতুর্থ। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে টিম সাউদির। এ পেসারের এটা হবে সপ্তম আসর। ১৫৭ উইকেট নিয়ে সাউদি সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি, ১৪০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

1

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের ১৩ জনই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন। ৬ জন খেলেছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে। টি২০ বিশ্বকাপে খেলেননি, এমন সদস্য দলে দু'জন আছেন। তারা হলেন ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। ইনজুরি ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে ভ্রমণ করবেন বেন সিয়ার্স। ইনজুরির কারণে দলে নেই অ্যাডাম মিলনে, একই কারণে বাদ পড়েছেন কাইল জেমিসনও।

নিউজিল্যান্ড বিশ্বকাপ দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গেস্নন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে