কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এআই ব্যবহার করে নকল অডিও-ভিডিও (ডিপফেক) তৈরির ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন।
আর এবার আত্মজীবনীর এমন একটি অডিওবুক সংস্করণ প্রকাশ করছেন তিনি, যেখানে তার কণ্ঠে কথা বলছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)।
৫৫ বছর বয়সী মেলানিয়া ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী।
বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি ঘোষণা দেন, সাত ঘণ্টার একটি অডিওবুক প্রকাশ করছেন। এর মূল্য ধরা হয়েছে ২৫ ডলার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেলানিয়া ট্রাম্প লিখেছেন, ‘আমার নিজস্ব কণ্ঠস্বর ব্যবহার করে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বর্ণিত “মেলানিয়া—দ্য এআই অডিওবুক” আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি সম্মানিতবোধ করছি। প্রকাশনার নতুন যুগ শুরু হোক।’
অন্যদিকে অডিওবুকটির ওয়েবসাইটে বলা হয়েছে, মেলানিয়া ট্রাম্পের নির্দেশনা অনুযায়ীই এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বরের রেপ্লিকা তৈরি করা হয়েছে।
চলতি বছরের শেষের দিকে একাধিক বিদেশি ভাষায় এর সংস্করণ প্রকাশিত হবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
গত অক্টোবরে মেলানিয়ার লেখা আত্মজীবনীর ছাপা সংস্করণ প্রকাশিত হয়। ‘প্রিমিয়াম আর্ট পেপারে’ ছাপা হওয়া স্বাক্ষরযুক্ত এই বিশেষ সংস্করণের দাম ধরা হয়েছে ১৫০ ডলার।
এআই অডিওবুকের পাশাপাশি মেলানিয়া এখন একটি তথ্যচিত্র সিরিজ নির্মাণে ব্যস্ত বলে জানা যায়। যার মূল্য কয়েক কোটি ডলার।