রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশের মাটিতেই বিদায় বললেন উইলিয়ামস

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ মে ২০২৪, ০০:০০
বাংলাদেশের মাটিতেই বিদায় বললেন উইলিয়ামস
আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ারের ইতি টেনেছেন শন উইলিয়ামস -সংগৃহীত

আন্তর্জাতিক টি২০তে নিজের প্রথম ম্যাচটা বাংলাদেশের মাটিতেই খেলেছিলেন শন উইলিয়ামস। সেখানেই বিদায় বললেন এই ফরম্যাটকে। রোববার বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচের পর সতীর্থদের অবসরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার।

বাংলাদেশ সিরিজের বাকি ম্যাচগুলোতে একাদশে ছিলেন না উইলিয়ামসস। অভিজ্ঞ এই ক্রিকেটার সুযোগ পেয়েছেন কেবল শেষ ম্যাচেই। এদিন ব্যাট এবং বল হাতে উলেস্নখযোগ্য কোনো অবদান রাখতে না পারলেও জয় দিয়ে টি২০ ক্যারিয়ার শেষ করেছেন উইলিয়ামস। ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে সতীর্থদের সামনে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

1

টি২০ থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও ওয়ানডে এবং টেস্ট খেলা চালিয়ে যাবেন উইলিয়ামস। লম্বা ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন উইলিয়ামস। ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন, ফিফটি ছিল ১১টি। বাঁ-হাতি স্পিনেও তিনি ছিলেন কার্যকর, ৭৩ ইনিংসে বল করে ৯.৯৩ ইকোনমি রেটে ৪৮ উইকেট নিয়েছেন।

বিদায়ের দিনে ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি উইলিয়ামসের। তিনি নামার আগেই জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ৮ উইকেট এবং ৯ বল হাতে রেখে জিতেছে উইলিয়ামসের দল। বোলিংয়ে এক ওভার হাত ঘুরিয়েছেন। তাতে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে