'আমি নিশ্চিত নই আমরা নেপালে আছি নাকি ডালাসে', ইনিংস বিরতিতে বলছিলেন নেদারল্যান্ডসের পেসার লোগান ফন বিক। তার কথাতেই ফুটে উঠছে চিত্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গ্যালারিতে ঠাসা নেপালের সমর্থক। নেচে-গেয়ে, হৈ-হুলেস্নাড়ে তারা মাতিয়ে রাখলেন চারদিক। কিন্তু মাঠের ক্রিকেটে নেপাল উপহার দিল একরাশ হতাশা। মুখ থুবড়ে পড়ল তাদের ব্যাটিং। বোলিংয়ে তারা কিছুটা লড়াই করল বটে। তবে শেষ পর্যন্ত অনায়াস জয়েই টি২০ বিশ্বকাপে শুভসূচনা করল নেদারল্যান্ডস।
মঙ্গলবার রাতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আইসিসি টি২০ বিশ্বকাপের 'ডি' গ্রম্নপের ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। জবাবে ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় কমলা জার্সিধারীরা।
'ডি' গ্রম্নপের ম্যাচটিতে ডাচদের জয়ের ভিত গড়ে দেন মূলত বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩টি করে উইকেট নেন ফন বিক ও টিম প্রিঙ্গল। পল ফন মেকেরেন ও বাস ডে লেডের শিকার ২টি করে। মাক্স ওডাওডের দায়িত্বশীল ইনিংসে ডাচরা জিতে যায় ৮ বল হাতে রেখে। ৪৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ২০ রানে ৩ শিকার ধরা বাঁহাতি স্পিনার প্রিঙ্গল জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
২০১৪ সালের পর প্রথমবার টি২০ বিশ্বকাপে খেলছে নেপাল। টস করতে নেমে দারুণ এক কীর্তি গড়েন তাদের অধিনায়ক রোহিত পাউডেল। বিশ ওভারের বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনি (২১ বছর ২৭৬ দিন)। নতুন বলে পেসারদের জন্য মুভমেন্ট মিলেছে বেশ। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় নেপাল। পাওয়ার পেস্নতে ২ উইকেট হারিয়ে তারা করে ২৯ রান।