মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবের শাস্তি

ক্রীড়া ডেস্ক
  ২০ জুন ২০২৪, ০০:০০
আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবের শাস্তি
আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবের শাস্তি

চলতি টি২০ বিশ্বকাপ। যেখানে গ্রম্নপ পর্বে তিন জয় নিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। এই পর্বে আগামী ২১ জুন মাঠে নামবে টিম টাইগার্স। এর আগে বড় দুঃসংবাদ পেয়েছে টাইগার পেসার তানজিম হাসান সাকিব। নেপালের বিপক্ষে দলটির অধিনায়ক রোহিত পাওডেলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ব্যাপারটা ছিল বিধিবহির্ভূত। বাংলাদেশের এই পেসারকে আচরণবিধি ভাঙার অপরাধে শাস্তি দিয়েছে আইসিসি। জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ।

তানজিমের এই অপরাধ ছিল লেভেল এক মাত্রার। ঘটনাটা ঘটেছে নেপালের রান তাড়ার সময়। তানজিম বল করেই রোহিতের দিকে আগ্রাসী ভঙ্গিতে ছুটে গিয়েছিলেন। হাত দিয়ে ধাক্কাও দেন তিনি। আইসিসির বিবৃতিতে যাকে বলা হয়েছে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ। তখন উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে দু'জনের। ঘটনা সামাল দিতে অনফিল্ড আম্পায়ার স্যাম নাগোসকি ছুটে আসেন। তাদের নিবৃত্ত করেন। ঘটনার পর আম্পায়াররা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও কথা বলেন।

1

আর ওই ঘটনায় তানজিম আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা ভঙ্গ করেছেন। তাই আচরবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের হিসেবে এটি তানজিমের প্রথম অপরাধ। এই সময়ে চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হয়ে গেলে সেটা নিষেধাজ্ঞার শাস্তিতে রূপ নেয়।

আইসিসি জানিয়েছে, নেপালের বিপক্ষে পেসার সাকিব কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা ভেঙেছেন। অন ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার জয়ারমন মদনগোপাল ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার অভিযোগের ভিত্তিতে সাকিবের শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। নিজের শাস্তি স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি সাকিবের।

নেপালের বিপক্ষে টানা ৪ ওভারের স্পেলে মাত্র ৭ রানে ৪ উইকেট শিকার করেন ২১ বছর বয়সি সাকিব। যেখানে দুই ওভারই করেছেন মেইডেন। বিশ্বমঞ্চে এমন আগুন ঝরানোর দিনে একগাদা রেকর্ডও গড়েন এই তরুণ পেসার। আর ওই ঘটনায় তানজিম নিজের ভুল স্বীকার করেছেন। তাই আর শুনানির প্রয়োজন পড়েনি। ওই ঘটনার পর অবশ্য বিষয়টা সেভাবে গুরুত্ব দেননি নেপালের অধিনায়ক। পাওডেল সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমাদের মাঝে কিছুই নেই। ও এসে বলল, 'আমাকে মারো'। তখন আমি তাকে বলেছি, 'যাও, বল করো।' আর কিছুই না।'

ওই ম্যাচে তানজিম সাকিবের ম্যাচসেরা বোলিংয়েই বাংলাদেশ ম্যাচটা জিতেছে ২১ রানে। ৭ রানে ৪ উইকেট নেন তানজিম সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে