মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

লেগ স্পিনার রিশাদকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
  ২০ জুন ২০২৪, ০০:০০
লেগ স্পিনার রিশাদকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া

ফিঙ্গার স্পিনারদের জন্য পরিচিত বাংলাদেশ দলে এবারের বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন একজন রিস্ট স্পিনার- রিশাদ হোসেন। প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তরুণ এই লেগ স্পিনার। সুপার এইটের ম্যাচের আগে তাই তাকেও ভাবনায় রাখছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান টিম ডেভিড।

টি২০ বিশ্বকাপের প্রথম পর্বে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে দেখা গেছে পেসারদের দাপট। ভিন্ন চিত্র ছিল ক্যারিবিয়ানে। সেখানে স্পিনাররাই ছিলেন নেতৃত্বে। সেরা আটের লড়াইয়ে সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। তাই স্পিন নিয়ে বাড়তি ভাবনা ডেভিডের। অ্যান্টিগায় বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

1

পেস বা স্পিন বিভাগের অন্যদের সঙ্গে মোটামুটি পরিচিত হলেও লেগ স্পিনার রিশাদ এক রকম অচেনাই অস্ট্রেলিয়ার জন্য। বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রিশাদ। ওভারপ্রতি খরচ করেছেন ৭ রানের কম। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় অস্ত্র হতে

পারেন তিনি।

রিশাদকে সামলানোর জন্য আক্রমণের পথ বেছে নিতে চান তারা। তবে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সংবাদমাধ্যমে এমটাই বললেন ডেভিড, 'আমার মতে এটিই বিশ্বকাপের ধরন, তাই না? আপনি একটি দলের সঙ্গে একবারই খেলবেন। ফাইনালে উঠলে আবার দেখা হতে পারে। আপনি তাদের (রিশাদ) খেলার বেশি সুযোগ পাবেন না। তেমন দেখারও সুযোগ পাবেন না। আমার মনে হয় না, আমাদের দলের কেউ তার বিপক্ষে খেলেছে। তো আমরা তাকে আক্রমণ করব।'

আর শেষদিকে ঝড় তোলা ছাড়াও টুকটাক লেগ স্পিনও করেন ডেভিড। অ্যাডাম জ্যাম্পার সঙ্গে অবদান রাখার জন্য নিজের বোলিং নিয়েও তাই কাজ করছেন তিনি। 'এটি আপনাকে আরও কিছু বিকল্প দেয়। আমি ৯ মাস আগে নেটে লেগ স্পিন করা শুরু করেছি। সত্যিই ভালো হচ্ছে। তাই বোলিং নিয়েও পরিশ্রম করছি। সত্যি বলতে আমি বোলিং উপভোগ করি। মাঠে ২০ ওভার দাঁড়িয়ে থাকার চেয়ে এটি আরও উপভোগ্য।'

এদিকে আগ্রাসী ব্যাটিংয়ে বড় বড় ছক্কার জন্য আলাদা পরিচিতি রয়েছে টিম ডেভিডের। শেষ দিকে নেমে ঝড় তোলার সামর্থ্যের কারণেই মূলত অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিতে পেরেছেন সিঙ্গাপুর বংশোদ্ভূত ক্রিকেটার। চলতি বিশ্বকাপে সামনের দিকে তার লক্ষ্য স্টেডিয়ামের গ্যালারির ছাদ পার করা। অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সেরা আটের যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। ওই ম্যাচের আগে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেটে বড় বড় ছক্কার অনুশীলন করেন টিম ডেভিড, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেডরা।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ডেভিড সাফ জানালেন, মূল ম্যাচে ছাদ পার করাই তার লক্ষ্য। এখানে বিষয়টা হলো ছাদের ওপর দিয়ে মারা। এটাই লক্ষ্য (হাসি)। বল যদি ছাদে আটকে যায়, তাহলে সেটি হতাশাজনক।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে